
মূল্যস্ফীতি ও অর্থনীতিকে শ্লথ করতে ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখার পরও কানাডায় বেকারত্বের হার এখনো ঐতিহাসিক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, নভেম্বরে কর্মসংস্থানে সামান্য পরিবর্তন এসেছে। মাসটিতে ১০ হাজার নতুন চাকরি যোগ হয়েছে।
সাম্প্রতিক শ্রমশক্তি জরিপে স্ট্যাটিস্টিকস কানাডা বলেছে, গত মাসে কানাডায় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে বেকারত্বের হার ছিল যেখানে ৫ দশমিক ২ শতাংশ। অক্টোবরে অর্থনীতিতে ১ লাখ ৮ হাজার কর্মসংস্থান হয়েছে।
নভেম্বরে বেশ কিছু শিল্পে কর্মসংস্থান বেড়েছে। এর মধ্যে আছে আর্থিক, বিমা, আবাসন, রেন্টাল ও লিজিং, উৎপাদন, তথ্য এবং সংস্কৃতি ও বিনোদন শিল্প। তবে নির্মাণখাত এবং পাইকারী ও খুচরা ব্যবসায় কর্মসংস্থান হ্রাস পেয়েছে এ সময়।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে নভেম্বরে কর্মসংস্থানের হার ৮১ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। ১৯৭৬ সাল থেকে তুলনামূলক উপাত্ত সংরক্ষণ শুরু হওয়ার র্প এটা সর্বোচ্চ।
অর্থনৈতিক মন্থরতার ইঙ্গিত সত্ত্বেও কানাডার শ্রমবাজার যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। গ্রীষ্মে বেকারত্বের হার রেকর্ড সর্বনি¤œ ৪ দশমিক ৯ শতাংশে নেমে আসে। এরপর বাড়লেও তা খুবই সামান্য।
সেন্টার ফর ফিউচার ওয়ার্কের পরিচালক জিম স্ট্যানফোর্ড বলেন, কানাডার বেকারত্বের হার ঐতিহাসিক মানদন্ডের তুলনায় বেশ কম। একইসঙ্গে শ্রমবাজার কোন দিকে যাচ্ছে তা নির্ণয় করাও কঠিন।
আলোচ্য সময়ে মজুরি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে তার হার মূল্যস্ফীতির চেয়ে কম। নভেম্বরে মজুরি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে টানা চয় মাস মজুরি ৫ শতাংশের বেশি বেড়েছে। অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ।
কানাডার বেকারত্বের এই নি¤œ হার টেকসই নয় বলে মন্তব্য করেছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম। এটা উচ্চ মূল্যস্ফীতিতে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
স্ট্যানফোর্ড বলেন, আপনি যদি মনে করে থাকেন যে, বেকারত্বের হার খুবই কম, তাহলে আজকের এই তথ্য ভালো খবর নয়।