নেটফ্লিক্স রিফান্ড কেলেঙ্কারিতে এক ব্যক্তি অর্থ খোয়ানোর ঘটনা তদন্ত করে দেখছে অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি)। বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওপিপি বলেছে, জালিয়াতির খবর পাওয়ার পর অন্টারিওর লন্ডনের পূর্বদিকের মিউনিসিপালিটি থেমস সেন্টারে কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
পুলিশ জানতে পেরেছে, এক ব্যক্তি নেটফ্লিক্সের কর্মী পরিচয় দেওয়া একজনের কাছ থেকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। ওই ব্যক্তি ফোনে জানান, তিনি রিফান্ড পাচ্ছেন এবং এজন্য তিনি তার ব্যাংকিং তথ্য চান। ভুক্তভোগী তা সরবরাহও করেন। এর ফলে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেওয়া হয়।
এ ঘটনায় সন্দেহভাজনের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ওপিপি বলেছে, জালিয়াতি কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য। আধুনিক ও প্রযুক্তিতে দক্ষ প্রতারকরা যোগাযোগের সময় দ্বিধা ও হৈচৈ সৃষ্টি করবে। এর ফলে ভুক্তভোগীরা নিজেরাই তাতে সাড়া দিয়ে অর্থ দিয়ে দেবে। কোনো অনুরোধ আসলে তাতে সাড়া দেওয়া বা তথ্য সরবাহের আগে তা যাচাই করা আপনার দায়িত্ব। আপনি যদি চাপ অনুভব করেন তাহলে ফোন রেখে দিন অথবা প্রেরকের প্রোফাইল মুছে ফেলুন।