শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

ঢাকা-টরন্টো রুটে বাংলাদেশ বিমান!

- Advertisement -
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো রুটে পরীক্ষামূলক ফ্লাইট আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো রুটে পরীক্ষামূলক ফ্লাইট আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে। বাণিজ্যিক এই ফ্লাইটটি শুরু করার প্রাথমিক প্রস্তুতিও শেষ পর্যায়ে। আগামী ১১ জুন রাত পৌনে ১১টায় প্রথম বাণিজ্যিক ফ্লাইট যাত্রা করবে কানাডার টরন্টোর উদ্দেশে। বিরতিহীন প্রায় ১৫ ঘণ্টার এই ফ্লাইটটি পরদিন কানাডার সময় সকাল সোয়া ৭টায় টরন্টো পৌঁছাবে।

বোয়িং ৭৮৭ দিয়ে এই ফ্লাইটটি পরিচালনা করা হবে।

- Advertisement -

পরীক্ষামূলক ফ্লাইটের জন্য ককপিট এবং কেবিন ক্রুদের ভিসাসহ অন্যান্য আনুসাঙ্গিক কাজও এখন শেষ পর্যায়ে।
ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ইকোনমি ১৪০০ মার্কিন ডলার, প্রিমিয়াম ইকোনমি ২৪০০ মার্কিন ডলার, বিজনেস ক্লাস ৪০০০ মার্কিন ডলার।

আর ওয়ানওয়ের ভাড়া হবে ইকোনমি ১০০০ মার্কিন ডলার, প্রিমিয়াম ইকোনমি ১৫০০ মার্কিন ডলার, বিজনেস ক্লাস ২৫০০ মার্কিন ডলার।

পরীক্ষামূলক ফ্লাইটটির ঢাকা থেকে যাত্রার সময় রাত পৌনে ১১টা নির্ধারণ করা হলেও নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের গ্রীষ্মকালীন সময়সূচির যাত্রার সময় হবে মধ্য রাতের পরে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলমান সংস্কার কাজ এ মাসেই শেষ হওয়ার কথা।
এখন সংস্কার কাজের জন্য বিমানের উড্ডয়ন-অবতরণ রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.