কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডের প্রথম চালান অন্টারিওতে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট
কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডের প্রথম চালান অন্টারিওতে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট। মুখে সেবনের অ্যান্টিভাইরাল ওষুধটি কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাতে সহায়ক।
এলিয়ট এর আগে বলেছিলেন, জানুয়ারিতে অন্টারিও ১০ কোর্স প্যাক্সলোভিড পেতে যাচ্ছে। এবার বললেন, উত্তরাঞ্চলের ফার্স্ট নেশন কমিউনিটিগুলোর জন্য ৪০০ ডোজ প্যাক্সলোভিড তারা হাতে পেয়েছেন।
ওষুধটির ক্ষেত্রে প্রাথমিকভাবে উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্ত বয়স্ক যেমন দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার রোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্টারিওতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ১১৪ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন ৫৯০ জন। আগের দিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৬১ এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৫৯৪ জন।
প্রদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। অন্টারিও নতুন করে দৈনিক ৭ হাজার ১৬৫ জনের আক্রান্তের কথা জানালেও প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে মনে করছে অন্টারিও জনস্বাস্থ্য বিভাগ। কারণ, পরীক্ষা সংক্রান্ত নতুন নীতির কারণে অনেকেই পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছেন না।
এদিকে অন্টারিওর লং-টার্ম কেয়ার হোমগুলোর অর্ধেকেই সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন। এছাড়া অন্টারিওতে ৫ বছর ও তার বেশি বয়সী ৮৮ শতাংশ নাগরিক অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৩ শতাংশ অন্টারিওবাসী।