
টরন্টো ২০২২ সালের জানুয়ারিতে করা ডিক্রিমিনালাইজেশন অনুরোধ হালনাগাদ করেছে। ফেডারেল সরকার কন্ট্রোলড ড্রাগস অ্যান্ড সাবস্ট্যান্স অ্যাক্টের অধীনে ব্রিটিশ কলাম্বিয়াকে যে অব্যাহতি দিয়েছে তার চেয়েও বেশি কিছু চাইছে টরন্টো।
ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত সব ধরনের ড্রাগের ওপর এই অব্যাহতির প্রয়োগের পাশাপাশি ক্রিমিনালাইজেশন থেকে তরুণদের অব্যাহতি চায় টরন্টো। ব্রিটিশ কলাম্বিয়ার জন্য প্রযোজ্য অব্যাহতির চেয়েও এটা বেশি কিছু। ব্রিটিশ কলাম্বিয়ার ক্ষেত্রে কেবল প্রাপ্ত বয়স্ক ও নির্দিষ্ট সংখ্যক সাবস্ট্যান্সের ওপর এটা প্রযোজ্য।
টরন্টোর মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা বলেন, সিটির পুলিশপ্রধান ও সিটি ম্যানেজার স্বাক্ষরিত অনুরোধ হেলথ কানাডার কাছ জমা দেওয়া হয়েছে। আমরা স্বাস্থ্য ও মানবাধিকারের বিষয় নিয়ে কথা বলছি। আমরা এমন কিছু আলোচনা করছি না যা ফৌজদারি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত।
আইনটির অধীনে ব্রিটিশ কলাম্বিয়াকে তিন বছরের অব্যাহতি দেওয়া হয় গত বছর জুনে এবং সেটি কার্যকর হয় চলতি বছরের ৩১ জানুয়ারি। ব্রিটিশ কলাম্বিয়ায় ২ দশমিক ৫ গ্রাম মাদকের জন্য অব্যাহিত ঘোষণা করা হয়েছে। তবে টরন্টো যে অনুরোধ জমা দিয়েছে তাতে কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি।
এতে বলা হয়েছে, মাদক ব্যবহার ও ক্রয়ের পদ্ধতি সম্পূর্ণ আলাদা এবং ব্যক্তির সহনীয়তার ভিত্তিতে এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আইনে সব ধরনের মাদক পাচার ও উৎপাদন অবৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ব্রিটিশ কলাম্বিয়ার জন্য এই অব্যাহতি কেবলমাত্র ১৮ বছর ও তার বেশি বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য। ২০১৯ সালে পরিচালিত কানাডিয়ান অ্যাসোসিয়েশন অব মেন্টাল হেলথের এক গবেষণায় দেখা গেছে, পূর্ববর্তী বছরে অন্টারিওর গ্রেড ৭ থেকে গ্রেড ১২ পর্যন্ত ১১ শতাংশ শিক্ষার্থী চিকিৎসার উদ্দেশ্যের বাইরে অন্য উদ্দেশ্যে ড্রাগ গ্রহণ করেছে।