রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩
22.2 C
Toronto

Latest Posts

ওপিএসইইউয়ের সাবেক প্রেসিডেন্টের পাল্টা মামলা

- Advertisement -
অন্টারিও পাবলিক সার্ভিসেস এমপ্লয়িজ ইউনিয়নের (ওপিএসইইউ) সাবেক প্রেসিডেন্ট ওয়ারেন (স্মোকি) থমাস ইউনিয়ন ও এর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন

অন্টারিও পাবলিক সার্ভিসেস এমপ্লয়িজ ইউনিয়নের (ওপিএসইইউ) সাবেক প্রেসিডেন্ট ওয়ারেন (স্মোকি) থমাস ইউনিয়ন ও এর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে হেয় করার উদ্দেশে।
প্রায় ৬০ লাখ ডলার সরানোর অভিযোগে ওয়ারেন থমাস এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক আর্থিক সেবা বিষয়ক প্রশাসকের বিরুদ্ধে মামলা করেছে ইউনিয়ন। শুক্রবার দায়েল করা পাল্টা মামলায় থমাস অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট জেপি হরনিক এবং ভাইস প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ লরি ন্যানসেকিভেলের তার সুনামহানী এবং নেতৃত্ব থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর অংশ।

ওপিএসইইউয়ের প্রেসিডেন্ট হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনের পর ২০২২ সালের এপ্রিলে অবসরে যান থমাস। মামলায় তিনি ৪৫ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। এছাড়া শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন আরও ১০ লাখ ডলার।

- Advertisement -

থমাসের আইনজীবী বলেছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার বাস্তব কোনো ভিত্তি নেই এবং পুরটোই বানানো। যেসব লেনদেনের সঙ্গে মি. থমাসের সম্পৃক্ততা ছিল তার প্রত্যেকটি সঠিক এবং নিয়ম মেনেই করেছেন।

এদিকে হরনিক ও ন্যানসেকিভেল সোমবার এক বিবৃতিতে বলেছেন, তাদের প্রকাশ্যে খুব বেশি বলার সুযোগ নেই। তবে থমাসের আইনজীবীর দাবিকে কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন। ২০২২ সালের এপ্রিলে এই পদে নির্বাচিত হন তারা।
যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই আদালতে প্রমাণিত হয়নি।

ইউনিয়নের অভিযোগ, নিজের লাভের জন্য থমাস ইউনিয়নের তহবিল থেকে ১৭ লাখ ৫০ হাজার ডলার আত্মসাৎ করেছেন। এরপর তৃতীয় পক্ষের ফরেনসিক নিরীক্ষা আটকোনোর চেষ্টা করেছেন। এছাড়া থমাস ইউনিয়নের পাঁচটি গাড়ি তার ও তার পরিবারের নামে সরিয়ে নিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.