সোমবার, এপ্রিল ১৫, ২০২৪
11.5 C
Toronto

Latest Posts

অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভবনে ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’ উদযাপন

- Advertisement -

গত ৮ মার্চ বুধবার সন্ধ্যায় অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভবনে বিরোধীদলীয় নেতা মেরিট স্টিলস এবং উপনেতা ডলি বেগমের উদ্যোগে আয়োজন করা হয় ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’

গত ৮ মার্চ বুধবার সন্ধ্যায় অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভবনে বিরোধীদলীয় নেতা মেরিট স্টিলস এবং উপনেতা ডলি বেগমের উদ্যোগে আয়োজন করা হয় ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’। এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও এনডিপির বেশ কয়েকজন এমপিপি উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ডলি বেগম এমপিপি বলেন, আজকের এই আয়োজনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মার্চ বাংলাদেশের স্বাধীনতার মাস। এই মাসে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। আর এই মাসকে ‘বাংলাদেশী হেরিটেজ মান্থ’ ঘোষণা করে অন্টারিও পার্লামেন্ট। ডলি বেগম আরো বলেন, আপনারা জানেন এনডিপি সবসময় আপনাদের কথা চিন্তা করে। এনডিপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায় ও মঙ্গলের জন্যে সরব থাকে। তাই আজকে আমি এনডিপির বেশ কয়েকজন এমপিকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যে। আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন। আশা করি আপনারা এনডিপির সঙ্গেও থাকবেন।
ডলি বেগম অন্টারিও এনডিপি’র প্রধান এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা মেরিট স্টিলস এর পরিচিতি তুলে ধরে তাকে কিছু বলার জন্যে আমন্ত্রণ জানান।

- Advertisement -

মেরিট স্টিলস বলেন, এই দেশ ও প্রভিন্সের উন্নয়নে ইমিগ্রান্টদের অবদান অনস্বীকার্য। অন্টারিওতে বাংলাদেশী ইমিগ্রান্টরা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। এটা আমাদের জন্যে আনন্দের। মেরিট স্টিলস আরো বলেন, আমরা অন্টারিও’র সাধারণ মানুষের জন্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাসস্থান নিশ্চিতের জন্যে কাজ করে যাচ্ছি। আপনারা সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। এই আয়োজনের জন্যে তিনি ডলি বেগমকে ধন্যবাদ জানান।

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি-রোজডেলের জেসিকা বেল এমপিপি, হ্যামিল্টন মাউন্টেনের মনিক টেইলর এমপিপি, সাডবারির জেমী ওয়েস্ট এমপিপি, টরন্টো সেন্টারের ক্রিস্টিন ওং-টাম এমপিপি, লন্ডন-ফ্যান্সো’র তেরেসা আর্মস্ট্রং এমপিপি, ওয়াটার লু’র ক্যাথরিন ফিফে এমপিপি, থান্ডার বে-সুপিরিয়র নর্থ এর লইসে ভোআ্যগিয়স এমপিপি, নায়েগ্রা ফলস এর ওয়েন গেটস এমপিপি, স্প্যাডাইনা- ফোর্ট ইয়র্কের ক্রিস গ্লোভার এমপিপি এবং সেন্ট ক্যাথরিনের জেনী স্টিভেন্স এমপিপি।
সর্বশেষ ছিলো মজাদার মধ্যাহ্নভোজ ও জুনায়েদ আনোয়ারের দোতারা বাদন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.