তত্ত্বাবধানের আওতায় নতুন করে কনজাম্পশন ও ট্রিটমেন্ট সাইটের অনুমোদন স্থগিত করেছে অন্টারিও। একই সঙ্গে বিদ্যমান সব সাইট নিয়েও পর্যালোচনা চালানো হচ্ছে। প্রদেশের মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন্স বিষয়ক সহযোগী মন্ত্রী মাইকেল টিবোলো বুধবার এই তথ্য জানান।
তিনি বলেন, সবকিছুই পর্যালোচনার জন্য টেবিলে তোলা হয়েছে। কনজাম্পশন ও ট্রিটমেন্ট সাইটের অবস্থানও এর মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের কাছে জননিরাপত্তা সবার আগে। আমরা এটা নিশ্চিত করতে চাই যে, যা কিছুই করা হোক না কেন তা হবে হিসাব কষে এবং এবং এসব সাইট পরিচালনার সময় কারো জন্য তা ক্ষতির কারণ হবে না। আমরা সেটা সঠিকভাবেই করছি বলে আমি মনে করি। আমরা বিষয়টি নিয়ে গবেষণা করছি এবং এটা বাস্তবায়নের আগে বিশেষজ্ঞ পরামর্শ নিতে চাই।
টরন্টো ইস্ট এন্ডের একটি কনজাম্পশন সাইটের কাছে দুই সন্তানের মা ৪৪ বছর বয়সী এক নারী গুলিতে নিহত হওয়ার পর গ্রীষ্মে ক্রিটিক্যাল ইনসিডেন্ট রিভিউ শুরু করে প্রদেশ। তিন ব্যক্তির সঙ্গে ধ্বস্তাধ্বস্তির পর গুলির ঘটনা ঘটে। ক্যারোলাইনা হুয়েবনার-মাকুরাট নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। হুয়েবনার-মাকুরাটের এই হত্যাকা- তত্ত্বাবধানের আওতায় থাকা কনজাম্পশন সাইটের যৌক্তিকতা নিয়ে শোরগোল ও প্রশ্ন তুলে দেয়।
টিবোলো বলেন, প্রদেশ অন্টারিওর তত্ত্বাবধানের আওতায় থাকা ১৭টি কনজাম্পশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের একটিও বন্ধ করার কথা ভাবছে না। এটা আমি সমাধানের উপায় বলে মনে করছি না। আমরা সেটা ভাবছিও না। এর যে কিছু সুফল আছে আমরা সেটা জানি। কারণ, ফলাফলগুলো আমরা দেখেছি।
তিনি বলেন, প্রদেশ একটি পদ্ধতি তৈরির চেষ্টা করছে, যেখানে সাহায্য করতে চাওয়া ব্যক্তিরা যাওয়া ব্যক্তিদের প্রবেশ যেনো সহজ হয়। সেই সঙ্গে জননিরাপত্তায় ভারসাম্য আসে। পর্যালোচনার ভিত্তিতে সুপারিশের দিকে এখনো তাকিয়ে আছি আমি।