সেপ্টেম্বরের গোড়ার দিকে দুই দফা ওল্ড সিটি হলে অনুপ্রবেশ ও বেশ কিছু জিনিস চুরির অভিযোগে চার সন্দেহভাজনকে খুঁজছে টরন্টো পুলিশ। পুলিশ বলেছে, কুইন ও বে স্ট্রিটে অবস্থিত ভবনটিতে চার সন্দেহভাজন প্রথম অনুপ্রবেশ করে ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে। কিছু জিনিসপত্র নিয়ে পালানোর আগে সন্দেহভাজনরা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে। এর ২৪ ঘন্টা পর রাত সাড়ে ৯টার দিকে দুই সন্দেহভাজন ওল্ড সিটি হলে ফিরে আসে এবং ১১ সেপ্টেম্বর ভোর পর্যন্ত সেখানে অবস্থান করে।
পুলিশের তথ্য অনুযায়ী, আরও কিছু দ্রব্য সামগ্রীসহ ওই দুই সন্দেহভাজন ওই স্থান ত্যাগ করে। তবে সেখান থেকে ঠিক কী চুরি গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
৩০ সেপ্টেম্বর পুলিশ ওই চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।
তাদেরকে শনাক্তে জনগণের সহায়তাও চাওয়া হয়েছে। কারো কাছে সন্দেহভাজনদের ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৫২০০ নাম্বারে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।