জলবায়ু বিশৃঙ্খলা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অটোয়ার আরও সহায়তা করা উচিত বলে মনে করেন বৈদেশিক সহায়তা ও জলবায়ু নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। বৈশি^ক অর্থায়ন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গত মাসে আয়োজিত সম্মেলনে কানাডা আশাপ্রদ কোনো অবদান না রাখার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তারা।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণে প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে আফ্রিকা ও স্মল আইল্যান্ডের পাশাপাশি ধনী দেশগুলো আর্থিক প্রতিষ্ঠানের নেতারা অংশ নেন। উন্নয়নশীল বিশে^র দেশগুলো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও মূল্যস্ফীতির মধ্যে থাকায় এই সম্মেলনের আয়োজন। কারণ, এসব ঘটনা তাদেরকে ঋণ পরিশোধে অসমর্থ করে তুলছে।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কানাডার প্রধান ক্যারোলাইন ব্রুলিয়েটে বলেন, জলবায়ু পরিবর্তন ও ঋণ সংকটের মুখে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো ঠিকমতো কাজ করছে না। ঋণের চক্রকে আরও উস্কে দিতে আরও অর্থ ঋণ দেওয়া হচ্ছে।
ফেডারেল লিবারেল সরকার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।
টেকসই উন্নয়নকে তুলে ধরা জাতিসংঘের একটি গ্রুপের সহ-সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার সঙ্গে ছিলেন বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও ঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ক্যারিবিয়ান দেশগুলোকে সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থায় সংস্কার আনার পক্ষে কথা বলেন তারা।
যদিও সমালোচকরা বলছেন, অর্থায়ন ব্যবস্থার সংস্কার কোন পন্থায় হবে সে পরিকল্পনা অটোয়া দেখায়নি। এ ছাড়া গত মাসে অনুষ্ঠিত মাখোঁর সম্মেলনে কানাডার উপস্থিতি ছিল তুলনামূলক কম।