শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩
20.4 C
Toronto

Latest Posts

দূষিত বাতাসের শহর টরন্টো

- Advertisement -
এই মুহুর্তে সারা বিশে^র মধ্যে বাতাসের মান সবচেয়ে খারাপ শিকাগোর। কানাডায় সৃষ্ট দাবানলের ধোঁয়া শহরটিতে পৌঁছে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় টরন্টোর অবস্থান বর্তমানে পঞ্চম

দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ার ফলে টরন্টোর বাতাসের মান খারাপ হয়েছে। সুইস এয়ার কোয়ালিটি ট্র্যাকার আইকিউএয়ারের উপাত্তে এই তথ্য উঠে এসেছে।

এনভায়রনমেন্ট কানাডা বলেছে, দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া প্রদেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়াও রয়েছে এর মধ্যে। এর ফলে বাতাসের মান ক্রমেই খারাপ হচ্ছে।

- Advertisement -

এই মুহুর্তে সারা বিশে^র মধ্যে বাতাসের মান সবচেয়ে খারাপ শিকাগোর। কানাডায় সৃষ্ট দাবানলের ধোঁয়া শহরটিতে পৌঁছে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় টরন্টোর অবস্থান বর্তমানে পঞ্চম। এর পরে রয়েছে যথাক্রমে মিনিয়াপোলিস ও ওয়াশিংটন ডিসি।
এয়ার কোয়ালিটি অ্যাডভাইজরিতে বলা হয়েছে, স্বল্প দূরত্বে বাতাসের মান ও দৃশ্যমানতায় হ্রাস-বৃদ্ধি দেখা দিতে পারে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায়ই এটা বদলে যেতে পারে।
ধোঁয়াচ্ছন্ন পরিবেশের কারণে জুনের গোড়ার দিকে টরন্টোর বেশ কিছু স্থাপনা ও অনুষ্ঠান বন্ধ ও স্থগিত করা হয়েছিল। আবহাওয়াবিদ বিল কোল্টার বুধবার সকালে বলেন, আমাদের বায়ুমান সূচক বর্তমানে সাতে রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বুধবার সকালে টরন্টোর বাতাসের মান ছিল বিশে^র ষষ্ঠ নিকৃষ্ট। এনভায়রনমেন্ট কানাডা বলেছে, বৃহস্পতিবার রাতের দিকে কিছু এলাকার পরিস্থিতি উন্নত হতে পারে।
ইউনিভার্সিটি অব টরন্টোর ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক জেফরি ব্রুক বলেন, ধোঁয়া দেখা দিলে চিকিৎসা বিশেষজ্ঞরা নিশ্চিতভাবেই শ^াসতন্ত্রের সমস্যায় ভোগা লোকদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি যাদের বয়স অনেক কম তাদের জন্যও। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এটাই আমাদের প্রথম উদ্বেগ। এর ফলে ওইসব ব্যক্তিদের বাড়তি ওষুধেল প্রয়োজন হতে পারে। এ অবস্থায় শিশুদের রক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.