বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

এগিয়ে অলিভিয়া চাউ

- Advertisement -
লিয়াসন স্ট্র্যাটেজির শুক্রবার ও শনিবার পরিচালিত সমীক্ষা অনুযায়ী, মনস্থির করা ভোটারদের ৩০ শতাংশ মেয়র হিসেবে চাউকে দেখতে চান বলে জানিয়েছেন

টরন্টোর মেয়র পদে উপনির্বাচনের বাকি আছে এক মাসেরও কম। এ অবস্থায় মেয়র প্রার্থী অলিভিয়া চাউ অন্যদের তুলনায় বড় ব্যবধান ধরে রেখেছেন। সোমবার প্রকাশিত নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

লিয়াসন স্ট্র্যাটেজির শুক্রবার ও শনিবার পরিচালিত সমীক্ষা অনুযায়ী, মনস্থির করা ভোটারদের ৩০ শতাংশ মেয়র হিসেবে চাউকে দেখতে চান বলে জানিয়েছেন।

- Advertisement -

লিয়াসন স্ট্র্যাটেজির প্রিন্সিপাল ডেভিড ভ্যালেন্টিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মনস্থির করা ৩০ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে অলিভিয়া চাউ এ সপ্তাহে অন্যদের থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। একই সঙ্গে সমর্থনও বাড়িয়ে নিয়েছেন তিনি।

অলিভিয়া চাউয়ের পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মার্ক সন্ডারস এবং মিটজি হান্টার। ১৪ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারা। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের সমীক্ষায় ৩ শতাংশীয় পয়েন্ট সমর্থন হারিয়েছেন সন্ডারস।
ভ্যালেন্টিন বলেন, চাউয়ের সমর্থনে ভাগ বসাতে অন্য প্রার্থীদের সামনে সময় দ্রুত ফুরিয়ে আসছে। গত সপ্তাহের বিতর্কে এটা পরিস্কার হয়ে গেছে যে, প্রার্থীরা সবদিক থেকেই বিশেষ করে অলিভিয়া চাউকে আক্রমণ করছেন। এটাই স্বাভাবিক। কারণ, চাউয়ের সমর্থনে ভাগ না বসিয়ে জয়লাভ করার কোনো সুযোগ নেই।

১১ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জশ ম্যাটলো। তার পরের অবস্থানে রয়েছেন যৌথভাবে আনা বাইলাও এবং ব্র্যাড ব্র্যাডফোর্ড। তবে সমীক্ষায় অংশ নেওয়া ভোটারদের মধ্যে ২৭ শতাংশ কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত এখনো নেননি।

একই দিনে ফোরাম রিসার্চ প্রকাশিত আরেক সমীক্ষাতেও সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন চাউ। সমীক্ষায় অংশ নেওয়া মনস্থির করা ও ঝুঁকে থাকা ভোটারদের ৩৪ শতাংশ অলিভিয়া চাউকে ভোট দেবেন বলে জানিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সন্ডারস চাউয়ের চেয়ে ২০ শতাংশীয় পয়েন্টে পিছিয়ে আছেন। তার প্রতি সমর্থন জানিয়েছেন ১৪ শতাংশ ভোটার। এ ছাড়া জশ ম্যাটলোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ১২ শতাংশ ভোটার। ৯ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন হান্টার, ফারে ও বাইলাওকে।

লিয়াসন স্ট্র্যাটেজি ২৬ ও ২৭ মে দৈবচয়নভিত্তিতে টরন্টোর ১ হাজার ৩০৫ জন ভোটারের ওপর সমীক্ষাটি চালায়। ন্যাশনাল এথনিক প্রেস এবং মিডিয়া কাউন্সিল অব কানাডার জন্য সমীক্ষাটি পরিচালনা করে তারা।

উল্লেখ্য, টরন্টোর মেয়র নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে ২৬ জুন। তবে ভোটাররা চাইলে ৮ থেকে ১৩ জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.