
অন্টারিও সায়েন্স সেন্টারের নতুন ঠিকানা হবে টরন্টোর ওয়াটারফ্রন্টে। অন্টারিও প্লেস নিয়ে পরিকল্পনার সর্বশেষ যে অবস্থা তার অংশ হিসেবেই এই উদ্যোগ। অন্টারিও প্লেস ৪২ একর সরকারি জমি, সব সময় চালু রাখা যায় এমন কনসার্ট স্টেজ এবং খুচরা বিক্রয় ও খাওয়া-দাওয়ার সুবিধাসম্বলিত একটি মেরিনা পেতে যাচ্ছে অন্টারিও প্লেস।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নতুন ও আধুনিক অন্টারিও প্লেস নিয়ে যে স্বপ্ন তার অংশ হিসেবেই সায়েন্স সেন্টারকে ওয়াটারফ্রন্টে নিয়ে আসার এই প্রস্তাব। আমরা একটি বিশ^মানের সব সময় ব্যবহার উপযোগী গন্তব্য তৈরি করছি। আপনি একবার এখানে এলে অনেক কিছু দেখতে পাবেন।
জাদুঘর ও এডুকেশনাল সেন্টার যাবে ওয়াটারফ্রন্ট বরাবর কাস্টম-বিল্ট স্থাপনায়। সংরক্ষিত ও আধুনিক সিনেস্ফিয়ারে প্রোগ্রামিংও অনুষ্ঠিত হবে। অন্টারিও প্লেসে সায়েন্স সেন্টারের আকার ডন মিলস রোড ও এগলিনটন অ্যাভিনিউয়ের যে ভবনে আছে তার চেয়ে ছোট হবে।
অবকাাঠামোমন্ত্রী কিঙ্গা সুরমা বলেন, বর্তমান ভবনটি অনেক পুরোনো এবং এর নকশাও বহু বছর আগে করা। তবে এর নতুন নকশা এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতের সায়েন্স সেন্টারের আকার বর্তমানের চেয়ে ছোট হতে পারে।
কর্মকর্তারা বলছেন, নতুন অবকাঠামোর নির্মাণকাজ ২০২৫ সালে শুরু হবে।
সায়েন্স সেন্টার নির্মাণে অথবা অন্টারিও প্লেসের পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থ খরচ হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি সরকার। ফোর্ড বলেন, এটিসহ যে উন্নয়নই আমরা করি না কেন খরচের বিষয়ে আমরা বিশেষ নজর দিয়ে থাকি। সবকিছু যখন শুরু হবে তখন আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখবো।
অন্টারিও প্লেস ২০১২ সালে বাতিল করা হয়েছে। নতুন অন্টারিও প্লেসের প্রস্তাব গত নভেম্বরে জমা দেয় অন্টারিও সরকার। তাতে ১২ একর সবার জন্য উন্মুক্ত পাবলিক স্পেস এবং ওয়েব পুল, ওয়াটারস্লাইডস ও রেস্তোরাঁ সুবিধাসম্বলিত পরিবারবান্ধব আকর্ষণের ব্যবস্থা রাখঅ হয়েছে এতে।