বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

লিবারেল সরকারের ৪৯১ বিলিয়ন ডলারের বাজেট

- Advertisement -
অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, সরকারি ভ্রমণ ও বাইরের পরামর্শ গ্রহণ কমিয়ে ১৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারেন তিনি

ফেডারেল লিবারেল সরকার মঙ্গলবার ৪৯১ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছে। এতে স্বাস্থ্যসেবা, সবুজ জ¦ালানি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সকটে থাকা কানাডিয়ানদের ক্রয়ক্ষমতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২০ সালের পর এই প্রথম বাজেটের কেন্দ্রে মহামারি থেকে পুনরুদ্ধারের বিষয়টি নেই। এর পরিবর্তে নিম্ন ও মধ্যম আয়ের কানাডিয়ানদের ব্যয় বৃদ্ধির সামাল দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন সম্পদ ও উৎপাদনের দিকে জোর দেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করার দিকেও গুরুত্বারোপ করা হয়েছে।

- Advertisement -

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৪০ বিলিয়ন ডলার, আগে যেখানে প্রাক্কলন করা হয়েছিল ৩০ দশমিক ৬ বিলিয়ন ডলার। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, সরকারি ভ্রমণ ও বাইরের পরামর্শ গ্রহণ কমিয়ে ১৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারেন তিনি। বিভাগীয় বয় পর্যালোচনার মাধ্যমেও ব্যয় সাশ্রয় করা সম্ভব।

এবারের বাজেটে যেসব বিষয় অনুপস্থিত তার মধ্যে রয়েছে আড়াই বিলিয়ন ডলারের গ্রোসারি রিবেট। সেই সঙ্গে ১৩ বিলিয়ন ডলারের ডেন্টাল কেয়ারও নেই। গত বছর লিবারেলদের সঙ্গে স্বাক্ষরিত কনফিডেন্ট অ্যান্ড সাপ্লাই চুক্তির মূল বিষয়ই ছিল আগামী পাঁচ বছরে ডেন্টাল কেয়ার বাবদ বাজেটে ৩ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা।

চেকড ব্যাগ থেকে কনসার্ট টিকিট সবক্ষেত্রেই বাড়তি ব্যয় থেকে কানাডিয়ানদের মুক্তি দিতে কম্পিটিশন অ্যাক্ট সশোধন করতে যাচ্ছে সরকার।

বিমানবন্দর পরিচালনা, যাত্রী স্ক্রিনিং এবং কানাডিয়ান ট্রান্সপোর্ট এজেন্সিতে করা অভিযোগ নিস্পত্তিতে আগামী পাঁচ বছরে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিলম্বের কারণে কোনো কানাডিয়ানের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হলে যাতে ক্ষতিপূরণ পাওয়া যায় সেটা নিশ্চিত করতেও শক্তিশালী আইনের কথা বলা হয়েছে।

ফেডারেল কর্মীদের কেউ গর্ভপাতের শিকার হলে তিনি যাতে ছুটি ভোগ করতে পারেন সেজন্য কানাডার শ্রম বিধিতে সংশোধনের বিষয়টি বাজেটে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

কানাডায় একটি স্ট্যান্ডার্ড চার্জিং পোর্ট চালুর জন্য ফেডারেল সরকার আন্তর্জাতিক অংশীদার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল বাজেটে তা চাপা পড়ে গেছে।

৯-৮-৮ আত্মহত্যা প্রতিরোধ ফোন লাইন সৃষ্টি ও তার পরিচালনার জন্য ১৫৮ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। এ ছাড়া অন্টারিওর সেইন্ট থমাসে গিগাফ্যাক্টরি নামে পরিচিত একটি ব্যাটারি কারাখানা নির্মাণ করবে ভক্সওয়াগেন। এতে কী পরিমাণ খরচ হবে এবং কর্মসংস্থান কেমন হবে সে ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.