শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

অন্টারিওর শীর্ষ তিন বেতনভোগীই পাওয়ার জেনারেশনের

- Advertisement -
অন্টারিওর পাবলিক ফিগারদের মধ্যে প্রিমিয়ার ডগ ফোর্ডের বেতনের পরিমাণ ২ লাখ ৮ হাজার ৯৭৪ ডলার

সানশাইন লিস্ট নামে পরিচিত সরকারি খাতের কর্মীদের বেতনের তথ্য প্রকাশ করেছে অন্টারিও। তাতে দেখা গেছে, শীর্ষ তিন বেতনভোগীই অন্টারিও পাওয়ার জেনারেশনের কর্মী।

২০২২ সালে এক লাখ ডলারের বেশি বেতন পেয়েছেন সরকারি খাতে এমন কর্মীর সংখ্যা ২ লাখ ৬৭ হাজার এবং এবারও সর্বোচ্চ বেতনপ্রাপ্তদের তালিকায় শীর্ষে রয়েছেন অন্টারিও পাওয়ার জেনারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেনেথ হার্টউইক। তার বেতনের পরিমাণ ১৭ লাখ ডলারেরও বেশি। তালিকায় এর পরের অবস্থানে থাকা দুই নির্বাহীর বেতন যথাক্রমে প্রায় ১৭ লাখ এবং ১০ লাখ ডলার।

- Advertisement -

মেট্রোলিংক্সের সিইও ফিল ভারস্টার, ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও কেভিন স্মিথ, অন্টারিও পাবলিক সার্ভিস পেনশন বোর্ডের প্রেসিডেন্ট ও সিইও মার্ক ফুলার এবং অন্টারিও হেলথের সিইও ম্যাট অ্যান্ডারসন সবার বেতনই ৮ লাখ ডলারের ওপরে।

শুক্রবার প্রকাশিত তালিকায় নার্স ও শিক্ষকদের বেতনের বিষয়টিতে গুরুত্ব দেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট প্রাবমিত সরকারিয়া। এক বিবৃতিতে তিনি বলেন, বার্ষিক সবচেয়ে বেশি বেতন বেড়েছে হাসপাতাল ও বোর্ড অব পাবলিক হেলথ সেক্টরের কর্মীদের। এই তালিকায় বেতন বৃদ্ধির অর্ধেকই এই খাতের কর্মীদের।

এক লাখ ডলারের বেশি বেতনপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা এখন ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে। ২০২০ সালে এ সংখ্যা ২৯ হাজার ৯৭৫ থাকলেও ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫১০ জনে। অন্টারিওর পাবলিক ফিগারদের মধ্যে প্রিমিয়ার ডগ ফোর্ডের বেতনের পরিমাণ ২ লাখ ৮ হাজার ৯৭৪ ডলার। এ ছাড়া ফোর্ডের সাবেক চিফ অব স্টাফ ও সাপ্লাই অন্টারিওর সিইও জেমি ওয়ালেসের বেতন ৩ লাখ ৪৬ হাজার ৩০৩, অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুরের ৪ লাখ ৬৬ হাজার ৫৭, চিফ করোনার ড. ডার্ক হায়ারের ৪ লাখ ৫৬ হাজার ৭২০, অডিটর জেনারেল বনি লিসিকের ৩ লাখ ৯১ হাজার ৯৮৬, ওপিপি কমিশনার থমাস ক্যারিকের ৩ লাখ ৬১ হাজার ৭৮১ এবং টিভিও সাংবাদিক স্টিভ পাইকিনের বেতন ৩ লাখ ৪৮ হাজার ৬১৫ ডলার।

পাবলিক সেক্টর স্যালারি ডিসক্লোজার অ্যাক্ট সাবেক প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ প্রিমিয়ার মাইক হ্যারিস ১৯৯৬ সালে চালু করেন। এর ফলে যেসব সংস্থা সরকারি তহবিল নিয়ে থাকে সেসব সংস্থায় কর্মরত এক লাখ ডলারের বেশি বেতনপ্রাপ্ত কর্মীদের নাম, পদবি ও বেতন প্রকাশ করা বাধ্যতামূলক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.