মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

দুই নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ !

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিদেশি হস্তক্ষেপ তদন্তের অন্য পন্থাও বিদ্যমান রয়েছে

কানাডার সর্বশেষ দুটি ফেডারেল নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কানাডার গোয়েন্দা সংস্থার পরিচালক। বৃহস্পতিবার এমপিদের কমিটির সামনে তিনি এই বক্তব্য তুলে ধরেন।

তারপরও বিদেশি হস্তক্ষেপ তদন্তের দায়িত্বে থাকা একটি হাউস অব কমন্স কমিটিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে গণশুনানির পক্ষে ভোট দিয়েছেন কনজার্ভেটিভ এমপিরা।
কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের পরিচালক ভিনোল্ট কমিটিকে বলেন, নির্বাচনের বিশ^াসযোগ্যতা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত একটি প্যানেলের মন্তব্যের সঙ্গে তিনি একমত। প্যানেলটি ২০২১ সালের ফেডারেল নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ছিল বলে মত দিয়েছে।

- Advertisement -

ফেডারেল প্রটোকল অনুযায়ী, জ্যেষ্ঠ আমলাদের নিয়ে গঠিত প্যানেল যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কানাডার সামর্থ্যকে হুমকিতে ফেলতে পারে এমন কোনো ঘটনা চিহ্নিত করেন তা হলে সে ব্যাপারে প্রকাশ্য ঘোষণা দিতে পারে তারা। ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ভিনোল্ট বলেন, আমার কাছে থাকা তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলবো, প্যানেলের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত।

কিন্তু বিরোদীদলের এমপিরা এ ব্যাপারে আরও বেশি জানতে চান। তাই কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে এনডিপির আনা জাতীয় গণশুনানির একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কনজার্ভেটিভ ও ব্লক ক্ইুবেকোয়িসের এমপিরা। কমিটিতে থাকা লিবারেল এমপিরা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।

প্রস্তাবটি বাইন্ডিং না হওয়ায় সরকারকে এ ধরনের গণশুনানির আয়োজন করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বিদেশি হস্তক্ষেপ তদন্তের অন্য পন্থাও বিদ্যমান রয়েছে। এনডিপি এখন এ ধরনের আরেকটি প্রস্তাব হাউস অব কমন্সে উত্থাপনের পরিকল্পনা করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.