শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

আবাকান ফ্যামিলি নাইট ২০২৩ অনুষ্ঠিত

- Advertisement -
টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের কানাডা প্রবাসী গ্রাজুয়েটদের সংগঠন “এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডা (আবাকান)” জাঁকজমকপূর্ণভাবে তাদের পরিবারের সদস্য, বন্ধু ও অতিথিদের নিয়ে “আবাকান ফ্যামিলি নাইট ২০২৩” সম্পন্ন করে

গত ১১ মার্চ শনিবার টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের কানাডা প্রবাসী গ্রাজুয়েটদের সংগঠন “এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডা (আবাকান)” জাঁকজমকপূর্ণভাবে তাদের পরিবারের সদস্য, বন্ধু ও অতিথিদের নিয়ে “আবাকান ফ্যামিলি নাইট ২০২৩” সম্পন্ন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্কারবোরো সাউথ-ওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি ও অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের অফিসিয়াল অপজিশন ডেপুটি লিডার ডলি বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাকানের সভাপতি ড. শরীফ আসাদুজামান মিলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই)।

অনুষ্ঠানে অতিথি ও প্রধান স্পন্সর হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ব্যারিস্টার রিজুয়ান রহমান এবং টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ী, অন্টারিওর রামারা সিটিতে প্রায় নয়শত একরের বীফ, গোট ও চিকেন ফার্মের প্রতিষ্ঠাতা এবং এএফসি হালাল মিট কোম্পানীর সিইও কৃষিবিদ ইকবাল হোসেন।

- Advertisement -

অতিথি ও স্পন্সর হিসাবে উপস্থিত ছিলেন তরুণ ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ।এখানে উল্ল্যেখ যে, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ বাকৃবি’র সাবেক প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার স্যারের (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের এগ্রি কেমেস্ট্রি ডিপার্টমেন্ট, বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি) কানাডা প্রবাসী পুত্র ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. মাহবুব রেজা, সাবেক সভাপতি ড. আব্দুল আউয়াল, ড. মোহাম্মদ আলি ও গোলাম মোস্তফা।
শত শত কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি – সামসুল কবির ও কামাল মোস্তফা হিমু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক- ফায়েজুল করিম, মোহাম্মদ আবুল বাশার, ডঃ শামসুন নাহার খানম (শিরীন) ও গোলাম কিবরিয়া।

এই সুন্দর অনুষ্ঠানে আবাকান কার্যকরি কমিটি (২০২১-২০২৩) এর সকল সদস্যদের উপস্থিত দর্শক ও অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভাপতি- ডঃ শরীফ মোহাম্মদ আসাদুজ্জামান মিলু, সহ-সভাপতি- ডঃ প্রশান্ত সরদার, সাধারণ সম্পাদক- হাশমত আরা চোধুরী (জুঁই), সহ-সাধারণ সম্পাদক- জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন (জুয়েল), কোষাধ্যক্ষ – ফরিদ আহমেদ, প্রকাশনা এবং যোগাযোগ সম্পাদক- ড. মোঃ জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক- সোমা চৌধুরী, সদস্যবৃন্দ-জাহানারা খানম (চিনু),শাহেদা আজামী (আরজু), মো আজিজুর রহমান রিপন ও কাজী জাকির আহসান অতিথিদের স্বাগত জানান।

কৃষিবিদ, তাদের স্ত্রী ও সন্তানদের অংশগ্রহনের অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক সোমা চৌধুরী ও শুভ্রা সাহা। দলীয় ও এককভাবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় লোকজ গান, গম্ভীরা, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

একক সংগীত পরিবেশন করেন সুমন সাইয়েদ, হাশমত চৌধুরী (জুঁই), মিঠু, সোমা চৌধুরী, দেবাশীষ চৌধুরী ও শুভাশীষ চৌধুরী।
আবৃত্তি করেন জাহানারা খানম (চিনু), কবি মেহরাব রহমান ও মোসাদ্দেক হোসেন।

কানাডায় আঙ্গিনায় ও টবে বাংলাদেশী শাক- সব্জি চাষের উপর অনুপ্রেরণামূলক চমতকার গম্ভীরা পরিবেশন করেন সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তাফিজুর রহমান পারভেজ ও নজরুল ইসলাম কাকুল।

মোখলেছ সরকার তার টিম -ফরিদ, জুয়েল, শফিক, সীমা, বিকাশ ও তার স্ত্রী, জনপ্রিয় গান “টিকাটুলির মোড়” এর সাথে আভিনয় করেন। অন্যান্য লোকজ গানের সাথে নৃত্যে অংশগ্রহন করেন সোমা, শুভ্রা, মুনিরা, গোলাম কিবরিয়ার স্ত্রী, শফিক- সীমা, বিকাশ- তার স্ত্রী, হাসিব, ফারজানা।

দলীয় সংগীতে অংশ নেন রেজা ভাবী, মিলু ভাবী, নুরুন্নাহার খানম শিরীন, ইন্দিরা, কিবরিয়া ভাবী, জাহানারা খানম চিনু, মুক্তি, লাভলী, সোমা, শুভ্রা, সীমা, মিলু ভাই, মেহরাব রহমান, সুমন সাইয়েদ, দেবাশীষ, ফরিদ, বিকাশ, শফিক, জুয়েল, হাসিব।
মিউজিকে জাহিদ হোসেন, তবলায় রাজিব ও সাউন্ড সিস্টেমে জিয়াউল ভুঁইয়া (রিংকু), যন্ত্রসংগীতে অখিলদা সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনবদ্য করে তুলেন।

আবাকানের পক্ষ থেকে স্পন্সরশীপের জন্য রাজনীতিবিদ ব্যারিস্টার রিজুয়ান রহমান, এগ্রিফুড কানাডা ও এএফসি হালাল ফুড এর সিইও কৃষিবিদ ইকবাল হোসেন, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ (ইমতিয়াজ লিগ্যাল), গোলাম মোস্তফা, মাহবুব আলম, মির্জা মোস্তাফিজুর রহমান পারভেজ, মোঃ সামসুজ্জোহা(এনএনকে ইন্টারন্যাশনাল), সৌমেন সাহা, রিয়েল্টর- কৃষিবিদ ডঃ মোঃ আলি, প্রনবেশ পোদ্দার (পোদ্দার হোমস্), সুমন সাইয়েদ (আইপ্রো রিয়েলটি), মাহবুব আলম (হোমলাইফ/ফার্নিচার রিয়েলটি), জামান ভুঁইয়া (সেঞ্চুরি ২১, পারসি ফাল্টন লিঃ), এএসএম মোস্তাক (সেঞ্চুরি ২১, লিডিং এজ রিয়েলটি) এবং সিপিএ কৃষিবিদ গৌতম সরকার (ডায়মন্ড চার্টার্ড প্রফেশনাল একাউন্টেন্টস্) এর প্রতি আবাকানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.