শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
7.4 C
Toronto

Latest Posts

ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেলেন রিয়েলটর মাহবুব ওসমানী

- Advertisement -
রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেলেন টরন্টোর জনপ্রিয় রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য ডিরেক্টরস’ ক্লাব অ্যাওয়ার্ড পেলেন টরন্টোর জনপ্রিয় রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী। ১০ মার্চ শুক্রবার টরন্টোর বে-ভিউ ও শেপারডে অবস্থিত দ্য ভিলেজ লফটে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা তার হাতে এই সম্মাননা তুলে দেন।

মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান এই ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ব্রোকার অব রেকর্ড এবং জেনারেল ম্যানেজার জুলি কি, ব্রাঞ্চ ম্যানেজার মার্ক সালেঙ্গা এবং এরিয়া ম্যানেজার হ্যারি নাস্তামাগোস।

- Advertisement -

এমন অর্জনে উচ্ছ্বসিত ওসমানী বলেন, ‘আমি আমার এই সম্মাননা আমার মা-বাবা এবং স্ত্রীকে উৎসর্গ করছি। তাদের অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।’

ওসমানী আরও বলেন, ‘আজকের দিনে বিশেষভাবে আমি আমার সকল ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষীদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি আপনাদের অগাধ বিশ্বাস এবং সমর্থন ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না। আপনাদের কাছে অনুরোধ সামনের দিনেও আপনারা আমাকে এমন অকুণ্ঠ সহযোগিতা করবেন।’

খুব অল্প সময়ের ব্যবধানে কানাডার বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন মাহবুব ওসমানী। বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিয়মিতভাবে তিনি আর্থিক সহযোগিতা করেন। টরন্টোর বাংলাদেশিদের ক্রীড়াঙ্গনেও রয়েছে তার অবদান।

ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে তিনি তার সহযোগিতার হাত প্রসারিত রাখবেন বলে জানান।

ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে ‘প্রপার্টি গাই’ নামে নিয়মিত একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।

৭ বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন এন্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশুনা শেষ করেন এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। নিজের প্রথম বাড়িটি কেনার পর রিয়েল এস্টেট পেশায় আগ্রহী হন ওসমানী।

কানাডায় পাড়ি জমানোর আগে ওসমানী ঢাকার প্রসিদ্ধ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টুয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.