মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.9 C
Toronto

Latest Posts

স্বাস্থ্য চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত অন্টারিওর

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

ফেডারেল সরকারের তরফ থেকে স্বাস্থ্যসেবায় দেওয়া নতুন যেকোনো অর্থ গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ও স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। কিন্তু অটোয়ার তরফ থেকে তহবিল দেওয়ার সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

প্রিমিয়ার ডগ ফোর্ড এবং স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বৃহস্পতিবার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী জঁ-ইভস ডুকলো এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লাব্লাঁর সঙ্গে প্রস্তাবিত নতুন অর্থায়ন নিয়ে টরন্টোতে বৈঠক করেন।

- Advertisement -

প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, সবকিছুই আমরা বিবেচনায় নিতে পারবো বলে আমি আশাবাদী। প্রস্তাবের জন্য কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর সঙ্গে বসার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চাই স্থায়ীত্ব। আমরা চাই নিশ্চিত এগিয়ে যাওয়া। কেবলমাত্র ৫ বা ১০ বছরের জন্য নয়, আগামী কয়েক দশকের জন্য।

ফেডারেল সরকার বৃহস্পতিবার প্রদেশ ও অঞ্চলগুলোর জন্য একটি প্রস্তাব উপস্থাপন করে, যাতে কানাডার হেলথ ট্রান্সফারে আগামী দশ বছরে বাড়তি ১ হাজার ৭০০ কোটি ডলার যোগ হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া অটোয়া এ বছর প্রদেশগুলোকে এককালীন বাড়তি ২০০ কোটি ডলার জোগান দেবে, যাতে করে জরুরি কক্ষ এবং শিশু হাসপাতালগুলোর ওপর থেকে চাপ কিছুটা কমে। আরও ২ হাজার ৫০০ কোটি ডলার দেওয়া হবে লক্ষভিত্তিক পারিবারিক চিকিৎসক, মানসিক স্বাস্থ্য, অনিষ্পন্ন অস্ত্রোপচার কমানো এবং স্বাস্থ্য উপাত্ত ব্যবস্থা বাবদ।

প্রিমিয়ার বলেছেন, এর ফলে স্বাস্থ্যসেবা ব্যয়ে ফেডারেল সরকারের হিস্যা আগামী বছর ২২ শতাংশ থেকে বেড়ে ২৪ শতাংশে উন্নীত হবে, যা তাদের প্রত্যাশা ৩৫ শতাংশের চেয়ে অনেক কম। তারপরও ফোর্ড এবং জোন্স চুক্তিটি গ্রহণ করার ব্যাপারে প্রস্তুত বলে মনে হচ্ছে।

প্রদেশজুড়ে নতুন ২৩টি হসপিস শয্যা বিদ্যমান ৫০০টি শয্যার সঙ্গে যুক্ত হবে বলে ঘোষণা দেওয়ার সময় সিলভিয়া জোন্স বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, নতুন যেকোনো স্বাস্থ্যসেবা ব্যয় ও বিনিয়োগ আমরা গ্রহণ করবো। তবে তহবিলের স্বল্প মেয়াদি এই ধরন নিয়ে আমরা উভয়েই আলোচনা করতে চাই।

জোন্স বলেন, এটা যে স্বল্পমেয়াদি নয় এবং কীভাবে আমরা সেটা নিশ্চিত করবো ডুকলোর কাছ থেকে আমরা সেটা শোনার আশা করছি। ফেডারেল সরকারের তরফ থেকে চুক্তিটি ১০ ও ৫ বছরের ইনক্রিমেন্ট হিসেবে আসায় এটা খুব চ্যালেঞ্জিং।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.