প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার লিবারেল ককাসের প্রতি সময়ের চাহিদা পূরণ করার আহ্বান জানিয়েছেন। কানাডিয়ানরা জীবনযাত্রার উচ্চ ব্যয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে হিমশিম খাওয়ায় এই আহ্বান জানালেন তিনি।
এমপিদের উদ্দেশে দেওয়া ১২ মিনিটের বক্তৃতায় ট্রুডো হাউস অব কমন্সের পরবর্তী অধিবেশনে সংখ্যালঘু সরকারের অগ্রাধিকার কী হবে সে ব্যাপারে রূপরেখা দেন। তিনি বলেন, বিশ^ কঠিন সময় মোকাবিলা করছে। লিবারেল হিসেবে, কানাডিয়ান হিসেবে ও দেশ হিসেবে আমাদের অবশ্যই তার মোকাবিলা করতে হবে।
জাস্টিন ট্রুডোর বক্তৃতার বড় অংশজুড়ে ছিল অর্থনীতি। সেখানে তিনি ভবিষ্যতের জন্য সবুজ প্রযুক্তির প্রতি তার অবস্থানের কথা তুলে ধরেন। কানাডাজুড়ে পর্চ্ছিন্ন জ¦ালানি প্রকল্পের মাধ্যমে নেট-জিরো অর্থনীতি হওয়ার জন্য লিবারেলরা আইন প্রস্তাব করবে বলে ধারণা করা হচ্ছে। বিলটি গত মার্চে নিউ ডেমোক্র্যাটদের সঙ্গে স্বাক্ষরিত কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই চুক্তির অংশ। এই চুক্তির আওতায় এনডিপি ২০২৫ সালের নির্বাচন পর্যন্ত লিবারেল সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
এই চুক্তির আওতায় উভয় দল ডেন্টাল কেয়ার প্রোগ্রাম চালুর ব্যাপারে একমত হয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো তার ককাসকে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনার কমিউনিটির কাছাকাছি থাকুন এবং তাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দিন। সেই সঙ্গে কানাডিয়ানদের কণ্ঠস্বর হয়ে থাকুন। পরিবারগুলোর জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। রোগী, স্বাস্থ্যসেবাকর্মী, তথ্য, বিজ্ঞান ও সত্যের জন্য লড়াই চালিয়ে যান।