
প্রদেশের স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে রয়েছে বলে মনে করেন প্রায় ৮০ শতাংশ অন্টারিওবাসী। এনভায়রনিকস রিসার্চ পরিচালিত নতুন এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
অন্টারিও ফেডারেশন অব লেবার (ওএফএল) প্রকাশিত সমীক্ষায় অংশ নেওয়া ৭৯ শতাংশের মতে, অন্টারিওর স্বাস্থ্যসেবা বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। এ অবস্থার জন্য ডগ ফোর্ডের সরকারকে দায়ি করেছে সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ শতাংশ অন্টারিওবাসী।
২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এক হাজার অন্টারিওবাসীর ওপর সমীক্ষাটি চালানো হয়।
রেসপিরেটরি ভাইরাসের সংক্রমণের কারণে সাম্প্রতিক মাসগুলোতে অন্টারিওর হাসপাতাল ও সম্মুখসারির কর্মীদের রোগীদের ¯্রােত সামলাতে হচ্ছে। এর ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং শয্যারও ঘাটতি তৈরি হয়েছে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, লাভজনক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এতে সম্পৃক্তকরণ সমস্যার সমাধান নয় বলে মনে করেন ৫৯ শতাংশ অন্টারিওবাসী। মালিক ও শেয়ারহোল্ডারদের জন্য অর্থ উপার্জনই যে লাভজনক স্বাস্থ্যসেবা প্রদানকারী কোম্পানিগুলোর প্রধান উদ্দেশ্য সে ব্যাপারে একমত পোষণ করেন সমীক্ষায় অংশ নেওয়া ৮১ শতাংশ অন্টারিওবাসী। ৭৯ শতাংশের মতে, বেসরকারি লাভজনক কোম্পানিকে স্বাস্থ্যসেবা প্রদানের অনুমতি দেওয়ার অর্থ হলো যারা অতিরিক্ত অর্থ পরিশোধ করবেন তারা বাকিদের চেয়ে দ্রুত স্বাস্থ্যসেবা পাবে।
অন্টারিও ফেডারেশন অব লেবারের (ওএফএল) প্রেসিডেন্ট প্যাটি কোটস মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অন্টারিওবাসীর কাছ থেকে যে ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা শুনে আসছিলাম, সমীক্ষার ফলাফল তার প্রমাণ। এর জন্য দায়ি ফোর্ড। কোভিড-১৯, ফ্লু ও আরএসভির এক সঙ্গে বৃদ্ধি আগে থেকেই সংকটে থাকা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চরম অবস্থায় পৌঁছে দিয়েছে। এর ব্যাপারে সরকারের তরফ থেকে এখনই পদক্ষেপ প্রয়োজন।
২০১৯ সালে পাস হওয়া বিল ১২৪ এর দিকে ইঙ্গিত করেছে ওএফএল। বিলে সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি ১ শতাংশে সীমিত করে দেওয়া হয়েছে। এটাকে সংকটের অন্যতম কারণ বলে মনে করছে তারা। সম্প্রতি অন্টারিওর সুপেরিয়র কোর্টে বিলটি আাটকে গেছে। যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আগ্রহের কথা জানিয়েছে ফোর্ড সরকার।
ওএফএল বলেছে, সম্মুখসারির স্বাস্থ্যকর্মীর ঘাটতির পেছনে মূল ভূমিকা রেখেছে বিল ১২৪। অসাংবিধানিক বিল ১২৪ আটকে দিয়ে অন্টারিও সুপেরিয়র কোর্র্ট অব জাস্টিস সঠিক কাজই করেছে। এর বিরুদ্ধে আপিল করার অর্থ সরকারি খাতের কর্মীদের প্রতি অসম্মান প্রদর্শন। তা হলে নজিরবিহীন এ সংকট চলতেই থাকবে।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ বিল ১২৪ এর বিরোধিতা করেছে। এর মধ্যে ৫৩ শতাংশ গত নির্বাচনে গ্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টিকে ভোটও দিয়েছেন। নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি ১ শতাংশে সীমিত করে দেওয়াকে অন্যায় বলে মনে করে সমীক্ষায় অংশ নেওয়া ৭৬ শতাংশ অন্টারিওবাসী। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে কুইনস পার্কে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা ছিল, যেখানে স্বাস্থ্যকর্মীদের প্রিমিয়ারের সামনে ‘অল-উই-ওয়ান্ট-ফর-ক্রিসমাস’ কার্ড তুলে ধরার কথা।