বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
11.2 C
Toronto

Latest Posts

টরন্টোতে বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ২৭%

- Advertisement -
ছবি/কেলি মিলস

টরন্টোতে সব ধরনের বাড়ির ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে প্রায় ২৭ শতাংশ বেড়েছে। রিয়েল এস্টেট গবেষণা প্রতিষ্ঠান আরবানেশন এবং রেন্টালসডটসিএর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, অক্টোবরে সব ধরনের বাড়ি ভাড়ি ছিল মাসে ২ হাজার ৮২০ ডলার। কানাডার সব আবাসন বাজারের মধ্যে টরন্টোতেও বাৎসরিক বাড়ি ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে।

- Advertisement -

টরন্টোতে এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া দাঁড়িয়েছে মাসে ২ হাজার ৫০২ ডলার। যেখানে দুই শয়নকক্ষের বাড়ি ভাড়া মাসিক ৩ হাজার ৩৫৩ ডলার। টরন্টোর বাইরে ব্র্যাম্পটনে এক ও দুই শয়নক্ষের বাড়ি ভাড়া বেড়েছে যথাক্রমে ২৬ দশমিক ৭ এবং ৩১ শতাংশ। এই দুই অঞ্চলে বাড়ি ভাড়া টরন্টোর চেয়ে কিছুটা কম থাকলেও এক শয়নকক্ষেল ভাড়া এখনো মাসে ২ হাজার ১০০ এবং দুই শয়নকক্ষের ২ হাজার ৫৭৯ ডলার।

গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) ইটোবিকোক ও মিসিসোগাতে এক শয়নকক্ষের বাড়ি ভাড়া মাসে যথাক্রমে ২ হাজার ২১৪ এবং ২ হাজার ১৩৩ ডলার। জিটিএর বাইরে হ্যাল্টিন, কিচেনার ও লন্ডনে এক শয়নক্ষের বাড়ির ভাড়া যথাক্রমে ১ হাজার ৭৭৭ ডলার এবং ১ হাজার ৯২০ ডলার।

মার্চ থেকে ব্যাংক অব কানাডা সুদের হার ছয় দফা বাড়িয়েছে। এই সময়ে কানাডায় বাড়ি ভাড়া বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ। একই সময়ে বাড়ির বিক্রয়মূল্য বেড়েছে প্রায় ১০ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.