মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩
-4.3 C
Toronto

Latest Posts

কেটে ফেলা হচ্ছে অসগুডস হলের ঐতিহাসিক গাছগুলো

- Advertisement -
অসগুড হলের মাঠের কিছু অংশ খোড়ার কারণে গ্রীষ্মে সমালোচনার মুখে পড়ে মেট্রোলিংক্স

অসগুড হলের মাঠে থাকা ঐতিহাসিক পাঁচটি গাছ কেটে ফেলার আগ্রহের কথা জানিয়ে নোটিশ দিয়েছে মেট্রোলিংক্স। এর আগে তারা বলেছিল, নিরপেক্ষ পর্যবেক্ষণ শেষ হওয়ার আগে এ ব্যাপারে অগ্রসর হবে না তারা।

মেট্রোলিংক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের প্রতœতাত্ত্বিক মূল্যায়নে গাছগুলো সরিয়ে ফেলা প্রয়োজন। এলাকাটিতে নতুন অন্টারিও লাইন স্টেশনের কাজ শুরু হওয়ার আগেই মূল্যায়ন করা হয়।

- Advertisement -

কুইন স্ট্রিট ও ইউনিভার্সিটি এভিনিউয়ের কাছে লোহার বেড়া বরাবর গাছগুলো অবস্থিত। এগুলোর বয়স শতাধিক বলে অনুমান করা হয়ে থাকে।
মেট্রোলিংক্স বলছে, আরও আলোচনার জন্য একটি খসড়া নোটিশ ল সোসাইটি অব অন্টারিওকে পাঠানো হয়েছে। নোটিশে ৫ ডিসেম্বর গাছগুলো কাটার কথা উল্লেখ করা হয়েছে। যদিও এই তারিখ পরিবর্তীত হতে পারে বলে মেট্রোলিংক্স জানিয়েছে।

সিপি২৪কে পাঠানো এক নোটে মেট্রোলিংক্স বলেছে, এই অঞ্চলের কাজের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। তারা নিশ্চিত করলেই কমিউনিটিকে আমরা তা জানিয়ে দেবো। মেট্রোলিংক্স ল সোসাইটি অব অন্টারিও এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে এ নিয়ে জোর কথাবার্তা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামীতে একটি কমিউনিটি সভার আয়োজন করা হয়েছে। ওই সভাতেই অন্টারিও লাইন অসগুড স্টেশন পরিকল্পনার হালনাগাদ তথ্য জানানো হবে।
অসগুড হলের মাঠের কিছু অংশ খোড়ার কারণে গ্রীষ্মে সমালোচনার মুখে পড়ে মেট্রোলিংক্স। এজন্য মেয়র জন টরিরও সমালোচনা করা হয়।

এক বিবৃতিতে জন টরির মুখপাত্র ডন পিট বলেন, ট্রানজিট নির্মাণের জন্য মেয়র জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়েছেন। মেট্রোলিংক্স ভবিষ্যৎ ট্রানজিট প্রকল্প ঘিরে কমিউনিটির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে আমরা আশা করি। অসগুড হল নিয়ে উদ্বেগ প্রকাশের পর মেয়র জন টরি মেট্রোলিংক্সের সঙ্গে বৈঠক করেছেন। সামনের দিনে বিষয়টিতে নজর রাখা হবে। কোনো গাছ অপসারণের আগে আমরা অসগুড স্টেশন সাইটের ব্যাপারে টরন্টোর নিরপেক্ষ মূল্যায়ন চাই। আমরা আশা করব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই সঙ্গে আমরা এও আশা করব যে, কাজ শুরুর আগে যেকোনো পরিকল্পনা নিয়ে মেট্রোলিংক্স আলোচনা করবে।

১৫ দশমিক ৬ কিলোমিটার অন্টারিও লাইন অন্টারিও সায়েন্স সেন্টারের পশ্চিমে এক্সিবিশন প্লেস থেকে বের হবে। লাইনে ১৫টি স্টেশনের মধ্যে একটি হবে অসগুড হলের কোনায় মাটির নিচে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.