বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অ্যালামনাই কানাডার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

- Advertisement -
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। এই কলেজ থেকে পাশ করা চিকিৎসকেরা দেশে বিদেশে ব্যাপক সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অনেকে আবার চিকিৎসা পেশার বাইরেও অন্যান্য পেশায় গিয়ে অসামান্য সাফল্য আর দক্ষতার পরিচয় দিয়েছেন। কানাডাতে বসবাসরত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রীরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে নিজ বিদ্যাপীঠের নাম উজ্জ্বল করেছেন। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সহনশীলতা, ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি ও উদার গণতান্ত্রিক ভাবধারায় পথ চলার অঙ্গীকার নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ারও প্রায় চার বছর পর ২০২০ সালে যথাযথ সরকারি নিবন্ধনের মাধ্যমে কানাডার মাটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এখানে বসবাসরত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ‘ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অ্যালামনাই কানাডা’।

প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে ১৯ সদস্য বিশিস্ট একটি অস্থায়ী কার্যকরী পরিষদের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম চলে আসলেও নিজেদের মাঝে আরোও দৃঢ় সেতুবন্ধন গড়ে তোলা ও সবার মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অধিকতর গতিশীলতার স্বার্থে দীর্ঘ সাত বছরের পথচলায় সম্প্রতি সর্বসম্মতভাবে কলেজটির ১৪ তম ব্যাচের ডা. মো. আতাউর রহমান তালুকদার (ডা. শাহীন) কে সভাপতি ও ২৫ তম ব্যাচের ডা. মো. জামিলুর রহিম (ডা. জামিল) কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২০২২-২০২৩ সালের জন্য সংগঠনটির ৫৩ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

নিম্নে ময়মনসিংহ মেডিকেল কলেজ এলামনাই কানাডার ২০২২-২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশিত হল।
উপদেষ্টা মন্ডলী : ডা. আহমেদ সাইদ মাও এম- ১১, ডা. মো. মোসাদ্দেক এম- ১৪ ডা.জামান আরা এম- ১৪, ডা. এনায়েত আনন্দ এম-১৯, ডা. এহসানুল হক অপু এম- ২০, ডা. শামীমা এম-২০, ডা. নাসিম সুলতানা এম- ২৭

সভাপতি: ডা. মো. আতাউর রহমান তালুকদার (শাহীন) এম- ১৪, সহ-সভাপতি: ডা. শামীম আহমেদ এম- ১৪, ডা. মো. মোখলেসুর রহমান লিটন এম- ১৮, ডা. এ কে এম কামরুল আহসান এম- ২১, কোষাধ্যক্ষ: ডা. মো. মোস্তাফিজুর রহমান লোটাস এম-১৫, যুগ্ম-কোষাধ্যক্ষ: ডা. সাবির আহমেদ ভূঁইয়া এম-১৭, সাধারণ সম্পাদক: ডা. মো. জামিলুর রহিম (জামিল) এম- ২৫, যুগ্ম-সাধারন সম্পাদক: ডা. সৈয়দা লায়লা ডালিয়া এম-২৭, সাংগঠনিক সম্পাদক: ডা. সাইফুল ইসলাম মৃধা রন্জু এম- ২৭, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ হোসাইন সাদেক বিন সাঈদ এম-৩১, যোগাযোগ গণমাধ্যম ও প্রচার সম্পাদক: ডা. মুনিরা সুলতানা শম্পা এম- ৩০, যুগ্ম-যোগাযোগ গণমাধ্যম ও প্রচার সম্পাদক:

ডা. মুশফিকা মাহমুদ মিশু এম- ৩০, বৈজ্ঞানিক এবং গবেষণা সম্পাদক: ডা. ইসমা রাসুল স্বাতী এম- ২৬, যুগ্ম-বৈজ্ঞানিক এবং গবেষণা সম্পাদক: ডা. সাঈদা ইয়াসমিন রিমি এম- ৩০, সাংস্কৃতিক সম্পাদক: ডা. ফারজানা আমিন হিয়া এম- ২৭, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক: ডা. নাফিসা আলি এম-৩৭, আপ্যায়ন সম্পাদক: ডা. হুমায়রা আলম মৌ এম- ২৭, যুগ্ম-আপ্যায়ন সম্পাদক: ডা. ফারহানা সঞ্চিতা এম- ৩৭

তহবিল ও কল্যাণ সম্পাদক: ডা. সৈয়দ জ্যাকি এম- ২৮, যুগ্ম-তহবিল ও কল্যাণ সম্পাদক: ডা. মারিয়া এম- ৩৫, ক্রীড়া সম্পাদক: ডা. আরিফা মিতু এম- ২৮, যুগ্ম-ক্রীড়া সম্পাদক: ডা. ইমরান পারভেজ এম- ৩৬, সাহিত্য ও শিক্ষা সম্পাদক: ডা. শাহীন ফেরদৌসি এম- ২৯, যুগ্ম-সাহিত্য ও শিক্ষা সম্পাদক: ডা. মাহমুদা ইয়াসমিন এম- ৩৪, কার্যনির্বাহী পরিষদ সদস্য: ডা. মনিরা খাতুন এম- ১৬, ডা. মাকসুদা বেগম শিউলি এম-২১, ডা. পার্ল রোজারিও এম- ২১, ডা. ইখতেয়াজ আহমেদ জুয়েল এম- ২৬, ডা. দিলারা দিলজু এম- ২৭, কার্যকরী সদস্য:

ডা. আরিফা নাজনীন এম- ২১, ডা. শাহীনা এম- ২৪, ডা. রাজিয়া এম- ২৪, ডা. কাজল এম- ২৪, ডা. সাকিনা মুন্নী এম- ২৭, ডা. কানিজ এম- ২৭, ডা. করবী সাহা এম- ২৭, ডা. টিপু এম- ২৮, ডা. বুশরা এম- ২৮, ডা. রাসেল এম- ২৯, ডা. লিজু এম- ২৯, ডা. রাখী এম- ২৯, ডা. শার্লী এম. ২৯, ডা. নাদিরা এম- ৩৭, ডা. আফরোজা এম- ৩৭, ডা. মনি জোবায়দা এম- ৪১, ডা. মিতিন নুসরাত ইসলাম এম- ৪১। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.