শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

অ্যাডভিলের প্যাকেট ৩০০ ডলার

- Advertisement -

শ্বাসতন্ত্রের অসুস্থতা বেড়ে যাওয়ায় অন্টারিওতে শিশু রোগীর সংখ্যা অন্য উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে

শ্বাসতন্ত্রের অসুস্থতা বেড়ে যাওয়ায় অন্টারিওতে শিশু রোগীর সংখ্যা অন্য উচ্চতায় পৌঁছেছে এবং ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে। এ অবস্থায় অ্যমাজান কানাডাতে শিশুদের চিকিৎসায় ব্যবহৃত অ্যাডভিলের একটি প্যাকেট বিক্রি হচ্ছে প্রায় ৩০০ ডলারে।

অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট অ্যান্থনি ডেইল ১২ নভেম্বর সকালে একটি বিবৃতি দেন। প্রদেশের বাসিন্দাদের ইনডোরে মাস্ক পরিধানের আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেছেন, অস্ত্রোপচার, বিশেষায়িত ক্লিনিক ও ডায়াগনোস্টিকের জন্য বড়দের তুলনায় শিশুদের সাধারণত বেশি সময় অপেক্ষা করতে হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, চিকিৎসক, কর্মী, নার্স ও ক্লিনিক্যাল স্পেস খালি রাখতে শিশু হাসপাতালগুলোলো এ ধরনের সেবা বাতিল করতে বাধ্য হচ্ছে। বিপুল সংখ্যক হাসপাতালে ভর্তি হচ্ছে, যারা কোভিডে আক্রান্ত হয়নি, ইমিউনোকম্প্রোমাইজডও নয়। এমনকি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা তাদের নেই।

- Advertisement -

তার এই বিবৃতির একদিন আগে ১১ নভেম্বর টরন্টোর শিশু হাসপাতাল লোকজনকে এই বলে সতর্ক করে দেয় যে, জরুরি সেবার প্রাপ্যতায় কিছু অস্ত্রোপচার তারা স্থগিত রাখছে। এই ঘোষণার আগে হাসাপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল, কয়েক দিন ধরে তাদের হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা ধারণক্ষমতার ১২৭ শতাংশ নিয়ে চলছে।

এই অবস্থা এক অসুস্থ্য শিশুর পিতা অ্যামাজনের পেজে অ্যাডভিলের ক্রয়াদেশ দিতে বাধ্য করে। পাঁচ প্যাকের অ্যাডভিল ২৯১.৬৩ ডলারে ক্রয়ের সুযোগ দেওয়া হয় ওয়েবসাইটটিতে।

কানাডায় অম্যাজনে বিক্রি হওয়া শিশুদের অ্যাডভিল ও টাইলেনলের অবশিষ্ট সবটাই বিক্রি প্রায় বিক্রি হয়ে গেছে। সিটিভি নিউজ টরন্টোকে লি বলেন, আমরা সবখানেই গিয়েছিলাম এবং কোথাও অ্যাডভিল নেই। অ্যামাজনেই কেবল পাওয়া যাচ্ছিল, যা আবার এক সপ্তাহ পরে পৌঁছাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.