শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

ছাঁটাইয়ের শিকার মেটা’র কানাডিয়ান কর্মীরা

- Advertisement -
ছবি/ডিমা সোলেমান

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ১১ হাজার বা তাদের মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানকে আরও দক্ষ করতে এ ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর অংশ হিসেবে কানাডাতেও মেটার উল্লেখযোগ্য কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

কোম্পানির কমিউনিকেশন, ক্রিয়েটিভ পার্টনারশীপ, ক্লায়েন্ট রিলেশন ও মানবসম্পদ বিভাগের কানাডিয়ান কর্মীরা এরই মধ্যে লিঙ্কডইনে তাদের ছাঁটাইয়ের তথ্য পোস্ট করেছেন। টরন্টোতে ক্রিয়েটিভ পার্টনারশীপের প্রধান নিল মোহন লিখেছেন, সামনে কি আছে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিন্তু গত চার বছরের যে উপহার সেজন্য আমি কৃতজ্ঞ এবং আপনাদের অংশ হতে পারায় আপনাদের ধন্যবাদ।

- Advertisement -

এই ছাঁটাইয়ের মধ্যে কানাডার কতজন কর্মী পড়েছেন মেটার মুখপাত্র আলেক্স কুচারস্কি সে ব্যাপারে কিছু বলেননি। তবে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের লেখা একটি চিঠি কানাডিয়ান গণমাধ্যমকে সসরবরাহ করেছেন। সেখানে সর্বমোট ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। ই-কর্মার্সের প্রবৃদ্ধির ব্যাপারে ভুল হিসাবের ফলাফল এটা। ই-কমার্সের এই প্রবৃদ্ধি স্থায়ী হবে বলে জাকারবার্গ প্রত্যাশা করলেও তা হয়নি। মহামারির শুরুতে ই-কমার্সের উল্লম্ফন দেখে ও অন্যদের কাছ থেকেও একই ধরনের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে তিনি মেটায় বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত যেমনটা প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। ইকমার্সই কেবল মহামারি-পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে এমন নয়, সামষ্টিক অর্থনীতির অবনতি, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞাপন হারানোর কারণে আমাদের রাজস্ব প্রত্যাশার চেয়ে কমে গেছে। এটা আমারই ভুল এবং আমি তার দায় নিচ্ছি।

কানাডিয়ান কোম্পানি শপিফাই ইনকরপোরেশন, ক্লিয়ারকো, হুটস্যুট এবং ওয়েলথসিম্পলও তাদের কর্মী ছাঁটাই করেছে। জাকারবার্গের মতোই একই কথা বলেছেন শপিফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা টবি লুটকি। জুলাইয়ে কোম্পানির মোট কর্মীর ১০ শতাংশ বা এক হাজার কর্মীকে অটোয়াভিত্তিক ই-কমার্স কোম্পানি থেকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।

জাকারাবার্গের মতোই লুটকি বলেন, মহামারির মধ্যে ভোক্তারা অনলাইনে কেনাকাটা বাড়ানোয় চাহিদা বৃদ্ধি পেয়েছিল। আমরা সে সময় নিশ্চিত না থাকলেও এটা জানতাম যে, সুযোগ থাকলে এবং এটা যদি সত্যি হয় তাহলে আমরা কোম্পানি সম্প্রসারণ করতে পারবো। সেটা একন কাজে আসছে না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.