আগামী ১৭ ডিসেম্বর শনিবার টিম অশবানের ব্যানারে অশোয়ার ২৬৫ হারমোনি রোড নর্থের ইস্টডেল সিবিআই সেন্টারে বিজয় উৎসব ও কনসার্টের আয়োজন করা হয়েছে। বিজয় মেলা শুরু হবে দুপুর ৩টায় এবং চলবে রাত ১১ টা পর্যন্ত। ইভেন্টব্রাইটের এর মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। টিকিটের মূল্য ২০, ১৫ ও ১০ ডলার।
এই উপলক্ষে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় লবঙ্গ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষে এই উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন বজলুর রহমান মারুফ, জিয়াউদ্দিন, কাজী মুরসালিন, তৌফিক আলম, ব্যারিষ্টার শাফিউল পারভেজ, মনজুরুল হাসান ও মেহরাব হোসেন। আয়োজকরা জানান, এই আয়োজনে থাকছে নৃত্য, সঙ্গীত, মিউজিক্যাল ড্রামাসহ নানা ধরনের পরিবেশনা।
সঞ্চালনায় থাকছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও রুমানা মালিক মুনমুন। নৃত্য পরিবেশনায় করবেন সুকন্যা নৃত্যাঙ্গন দল। কবিতা আবৃত্তিতে থাকবেন মেরি রাশেদিন ও কাজী মুরসালিন। কাজী মুরসালিনের পরিচালনায় বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান ৬ থেকে ১৬ বছরের কিশোর-কিশোরীরা মিউজিক্যাল ড্রামায় অংশগ্রহন করবেন।
আরো থাকছে বাংলাদেশের জন্যপ্রিয় ব্যান্ড দল ‘শূন্য’ ও ‘ফিডব্যাক’ এর লিড ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন এর পরিবেশনা।