
একটি বাড়িতে বিস্ফোরণের পর উৎকণ্ঠায় রয়েছেন শনেসির বাসিন্দারা। সেলকির্ক এভেনিউয়ের ১৬০০ ব্লকের ওই বাড়িটিতে বিস্ফোরণের পর কাউকে কাউকে হাসপাতালে যেতে হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে থাকায় বেশ আহত হন তারা।
সতর্কতা হিসেবে পাশাপাশি পাঁচটি বাড়ি খালি করে ফেলা হয়। স্থানীয় কিছু বাসিন্দা বাতাসে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানান। ডায়ানে কেনেডি নামে একজন প্রতিবেশি বিস্ফোরণের দিন বলেন, ঠিক কি ঘটেছে এখন পর্যন্ত জানি না। শুধু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা আমার বাড়ির খুব কাছে হওয়ায় ভয় পাচ্ছি।
বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার ও তার বাড়িটি কেপে ওঠার কথা গ্লোবাল নিউজকে জানান কেনেডি। তিনি বলেন, আমার মনে হচ্ছিল, কেউ একজন আমার প্রাচীর ফুড়ে বেরিয়ে ঘরে ধাক্কা দিচ্ছিল। ফোনটি নিয়ে কি ঘটেছে দেখতে দৌঁড়ে বেরিয়ে আসি। তারপর রাস্তায় কাচ পড়ে থাকতে দেখি। বাড়িটি উড়ে গেলেও কোনা আগুন লাগেনি।
আরও এক প্রতিবেশিও বিস্ফোরণটি কাছ থেকে দেখেন এবং একইরকম বক্তব্য দেন। ক্রিস্টিয়ান রদ্রিগেজ নামে ওই প্রতিবেশি বলেন, ধোয়া বেরোচ্ছিল না। আমি গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। কিন্তু অধিকাংশ স্থানেই কোনো ধোয়া ছিল না। এমনকি আগুনও ধরেনি। পাশের প্রাচীর উড়ে যায়। জানালাগুলো রাস্তায় পড়ে ছিল।
বাড়ির মধ্যে কোনো ধরনের গ্যাস জমে আছে কিনা দমকলকর্মীরা তা পরীক্ষা করে দেখেন বলে জানিয়েছে উইনিপেগ ফায়ার প্যারামেডিক সার্ভিস।
একই ঘটনা তাদের বাড়িতেও ঘটবে কিনা সেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। রদ্রিগেজ বলেন, এটা গ্যাস বিস্ফোরণ। আমার মনে হয়, আপনি যদি আধা সেকেন্ড অসতর্ক হন তাহলে এটা আপনার ক্ষেত্রেও ঘটতে পারে।
বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে এবং ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি।