মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

ভ্যাকসিনেশন নীতি বাদ দিচ্ছে সেনেকা

- Advertisement -
আগামী বছর থেকে ভ্যাকসিনেশন নীতির অবসান ঘটাচ্ছে সেনেকা কলেজ

আগামী বছর থেকে ভ্যাকসিনেশন নীতির অবসান ঘটাচ্ছে সেনেকা কলেজ। ভ্যাকসিনেশন নীতির আওতায় ক্যাম্পাস ভবনে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থী, কর্মী, কন্ট্রাক্টর ও দর্শনার্থীদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। কলেজের প্রেসিডেন্ট ডেভিড অ্যাগনিউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সেনেকা কলেজের ভ্যাকসিনেশন নীতি ২০২২ সালে ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।

কলেজের বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের সমুন্নত রাখার ব্যাপারে গত মাসে অন্টারিও সুপেরিয়র কোর্টের সিদ্ধান্তের পর এ ঘোষণা এলো। ভ্যাকসিন না নেওয়া দুই শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিতি এবং তাদের প্রোগ্রাম শেষ করতে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন। কারণ, প্রোগ্রামটি অনলাইনে শেষ করার কোনো সুযোগ নেই।

- Advertisement -

অ্যাগনিউ বলেন, ফেডারেল ও প্রাদেশিক ভ্যাকসিনেশন নীতি যেহেতু অনেক বেশি নমনীয় তাই এককভাবে কঠোর ভ্যাকসিনেশন নীতি অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সব স্তরের সরকারই তাদের কর্মকা-ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে, কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা এখন ব্যক্তিগত পছন্দ। সেনেকার ভ্যাকনিশেন ও মাস্ক পরিধানের নীতি এ বছরের শেষ পর্যন্ত বলবৎ থাকবে। তবে শ্রেণিকক্ষে, ল্যাবে ও অন্যান্য স্থানে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা অনির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। মহামারি চলাকালে সমন্বিত ভ্যাকসিনেশন নীতি বাস্তবায়নের মাধ্যমে কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করায় তিনি গর্বিত।

শিক্ষাবর্ষ শুরুর আগে ২০২১ সালের জুলাই মাসে সব শিক্ষার্থী ও কর্মীর জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে সেনেকা। তারাই অন্টারিওতে এ ধরনের নীতি গ্রহণকারী প্রথম কলেজ বা বিশ্ববিদ্যালয়।

অ্যাগনিউ বলেন, শেষ পর্যন্ত দেশের সামনে আমরা একটা উদাহরণ তৈরি করতে পেরেছি। এক্ষেত্রে ফেডারেল ও প্রাদেশিক নীতি আমাদের সহায়তা করেছে। ফেডারেল ও প্রাদেশিক নীতিতে কিছু পরিস্থিতে ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এখন আর তার দরকার নেই।
অ্যাগনিউ কানাডিয়ান এজেন্সি ফর ড্রাগস অ্যান্ড টেকনোলজিস ইন হেলথ এবং পলিটেকনিকস কানাডার চেয়ার।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.