শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
13.5 C
Toronto

Latest Posts

ভিন্নধর্মী ‘অমিত সুরের ধারা’ প্রশংসিত

- Advertisement -
কানাডিয়ান লিজিয়ন হল ৯ ডজ রোডে অনুষ্ঠিত হলো শিল্পী অমিত শুভ্র রায় এর একক সংগীত সন্ধ্যা

গত ২২ অক্টোবর শনিবার রয়েল কানাডিয়ান লিজিয়ন হল ৯ ডজ রোডে অনুষ্ঠিত হলো শিল্পী অমিত শুভ্র রায় এর একক সংগীত সন্ধ্যা- “অমিত সুরের ধারা”।

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত ঠিক সাড়ে সাতটায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কোন বাহুল্য ছিল না। উপস্থাপিকা ফ্লোরা শুচি কয়েক কথা বলে অনুষ্ঠান শুরু করেন । শুরুতেই শিল্পী অমিত শুভ্র রায় এবং তাঁর সহশিল্পীবৃন্দ ঝলক দেব চৌধুরী তবলায়, জয় সরকার গিটারে, সৌরভ ধ্রুব রীদম অক্টোপ্যাডে, জন মার্টিন কীবোর্ডে মঞ্চে উপস্থিত ছিলেন।

- Advertisement -

গানের মধ্য দিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্যই শিল্পী ‘আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই’ গানটি দিয়ে সন্ধ্যাটি শুরু করলেন। অনুষ্ঠান শেষ করলেন কিশোর কুমারের ‘আশা ছিল, ভালবাসা ছিল’ গান দিয়ে।
মাঝে একটি ছোট বিরতি দিয়ে দীর্ঘ আড়াই ঘন্টারও বেশী সময় শিল্পী প্রায় দু’শো দর্শক-শ্রোতাকে সুরের মায়াজালে মুগ্ধ করে রাখেন।

শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ডিজে ইমন এবং আলোক ও ভিডিওগ্রাফীতে ছিলেন আরিফ সিদ্দিকী। অনুষ্ঠান উপলক্ষ্যে একটি সুভিনিয়র বের করা হয়। নান্দনিক মঞ্চসজ্জা করেন তাহসিনা শাহীন।

অনুষ্ঠানের সন্ধ্যায় হলের বাইরে খাবার স্টল ‘অন্যখাবার’ উপস্থিত দর্শকশ্রোতার নজর কাড়ে। ‘অমিত সুরের ধারা’ আয়োজন করে অন্যথিয়েটার টরন্টো এবং অন্যস্বর টরন্টো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.