
টর্স্টার করপোরেশনের মালিকদের একজন কোম্পানি বন্ধ করতে চেয়ে আদালতে আবেদন করেছেন। ব্যবসায়িক অংশীদারদের মধ্যে সম্পর্কের মেরামত অযোগ্য ফাটলের কথা উল্লেখ করে এই আবেদন করেছেন তিনি।
বিনিয়োগ কোম্পানি নর্ডস্টার ক্যাপিটাল ইনকরপোরেশনের মালিকদের একজন পল রিভেট অন্টারিও সুপিরিয়র কোর্টে সেপ্টেম্বরের গোড়ার দিকে আবেদনটি করেন। দ্রুত নর্ডস্টারের বিলুপ্তি এর সঠিক সমাধান হতে পারে বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি। ২০২০ সালে টর্স্টার কিনে নেয় নর্ডস্টার।
১ সেপ্টেম্বর আদালতে দাখিল করা আবেদনে রিভেট ও অংশীদার জর্ডান বিটোভের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়টি উল্লেখ আছে। রিভেটের দাবি, বিটোভ আগের পরিকল্পনা থেকে সরে আসেন এবং টরন্টো স্টারের বাজেট দিতে ব্যর্থ হন। টরন্টো স্টার দেখভালের দায়িত্বে রয়েছেন বিটোভ। এছাড়া বিটোভ করপোরেট সুশাসনও পরিপালন করেননি এবং টর্স্টার ও নর্ডস্টারে তার দায়িত্বে অবহেলা করেছেন। এই দাবি নিয়ে আদালতে এখনো কোনো শুনানি হয়নি।
রিভেট ও বিটোভ উভয়েই নর্ডস্টারের ৫০ শতাংশ শেয়ারের মালিক। এ ব্যাপারে জানতে চাইলে তাদের কেউই সাড়া দেননি। আদালতে আবেদনের ব্যাপারেও কোনো পদক্ষেপ নেননি বিটোভ।
নর্ডস্টারের মালিকানায় আছে টর্স্টার করপোরেশন, মেট্রোল্যান্ড মিডিয়া গ্রুপ এবং নর্থস্টার গেমিং ইনকরপোরেশন। দুই অংশীদারের মধ্যকার অচলাবস্থা নিরসনে সম্পদ বিক্রি ব্যবস্থাপনার জন্য প্রাইসওয়াটার হাউজকুপারকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রিভেট।
আদালতে দাখিল করা নথি অনুযায়ী, নর্ডস্টারের পরিচালনা পর্ষদ থেকে ১৩ আগস্ট পদত্যাগ করেছেন বিটোভ।
২০২০ সালে নর্ডস্টার টর্স্টার অধ্রিগহণ করে প্রাইভেট কোম্পানিতে পরিণত করে। এর অধীনে টরন্টো স্টারসহ বিভিন্ন স্থানীয় মিডিয়া আউটলেট পরিচালিত হচ্ছে। ক্রয় চুক্তি সম্পন্ন হওয়ার আগে টর্স্টারের জন্য নর্ডস্টার ৫ কোটি ২০ লাখ ডলার থেকে বাড়িয়ে ৬ কোটি ডলার দাম প্রস্তাব করে। ক্যানসো ইনভেস্টমেন্ট কাউন্সেল লিমিটেড থেকে ঋণ নিয়ে অধিগ্রহণটি সম্পন্ন হয়।
বিটোভের সঙ্গে যোগ দেওয়ার আগে রিভেট ফেয়ারফ্যাক্স ফাইনান্সিয়ালের প্রেসিডেন্ট ছিলেন। বিটোভ টরন্টো র্যাপট্রস বাস্কেটবল টিম গঠনে সহায়তার জন্য সুপরিচিত। এছাড়া বর্তমানে রজার্স সেন্টার নামে পরিচিত স্কাইডোম নির্মাণকারী কনসোর্টিয়ামেরও অংশীদার তিনি। খবর দ্য কানাডিয়ান প্রেস।