
টরন্টোর ব্যস্ততম সাবওয়ে স্টেশনগুলোতে ধারাবাহিক বিলবোর্ডগুলো নগরীতে বসবাসকারী তরুণদের হতাশার কথাই যেনো বলছে। টরন্টোর বিকল্প হিসেবে আলবার্টাকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিলবোর্ডগুলোতে।
ইয়ং-ব্লুর স্টেশনের একটি বিলবোর্ডে লেখা, ‘বড় বাড়ি। কর্মক্ষেত্রের কাছে।’ আরেকটিতে লেখা, ‘ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট ও প্লাম্বার সবাই চাকরি পাবেন।’ প্রত্যেক বিলবোর্ডের নিচে লেখা, ‘আলবার্টা ডাকছে।’
এই বিজ্ঞাপনী প্রচারণা টরন্টো থেকে লোকজনকে আকৃষ্ট করতে আলবার্টা সরকারের ২৬ লাখ ডলারের পরিকল্পনা। এর আগে আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি এই বার্তা পৌঁছে দিতে ডাউনটাউন টরন্টো সফর করেন। সে সময় তিনি বলেন, এই দেশে এমন স্থানও আছে, যেখানে আপনি বাড়ি কিনতে পারবেন। সেই স্থানটির নাম আলবার্টা।
কেনির তথ্য অনুযায়ী, গ্রেটার টরন্টো এরিয়াতে একটি ডিটাচড বাড়ির দাম গড়ে ১২ লাখ ডলার। একই বাড়ির দাম ক্যালগেরিতে ৪ লাখ ২৫ হাজার এবং এডমন্টনের ৩ লাখ ৬০ হাজার ডলার।
ইয়ং-ব্লুর স্টেশনের মধ্য দিয়ে যাওয়ার বিজ্ঞাপনে চোখ বোলাতে বোলাতে একজন বলছিলেন, এটা অস্বাভাবিক উৎস থেকে টরন্টো সম্পর্কে এক ধরনের মন্তব্যের মতো। যেনো এখানে খুব খারাপ কিছু ঘটেছে।
আলবার্টা ইজ কলিং ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওগুলো যেনো আরও বেশি কিছু বলছে। এক তরুণ মা বিজ্ঞাপনে বলছেন, আমার নাম আলিসিয়া। আমি আলবার্টার ক্যালগেরিতে থাকি। তিন বছর আগে টরন্টো থেকে আমি এখানে এসেছি। অ্যালিসিয়া যখন কথাগুলো বলছিলেন তখন তার পেছনে দুই সন্তান খেলছিল।
বিজ্ঞাপনে তাকে আরও বলতে শোনা যায়, টরন্টোতে বাড়ির দাম আকাশচুম্বি। সত্যি বলতে রাত এবং দিন এখানে সমান। আর কোথাও এভাবে বাস করার কথা আমি ভাবতে পারছি না।
আরেকটি ভিডিওতে দ্বিধাগ্রস্ত টরন্টোবাসীকে আশ^স্ত করতে দেখা যায় নাতাশাকে। ভিডিওতে তিনি বলেন, টরন্টোতে যে জিনিসটি আমি ফেলে এসেছি, এখানে এসে তা পেয়েছি। তরুণ হিসেবে নিজের জীবন নিজেই যাপন করা সত্যিই আনন্দের।
এসব বিজ্ঞাপনের উদ্দেশ্য আলবার্টাকে নতুন করে তুলে ধরা বলে মন্তব্য করেন স্যাক্স।