বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
-3.7 C
Toronto

Latest Posts

হুমকির বিরুদ্ধে রাজনীতিকদের ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান ট্রুডোর

- Advertisement -

 

সহিংসতা ও ভীতি প্রদর্শনের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সহিংসতা ও ভীতি প্রদর্শনের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান ফ্রিল্যান্ডকে সম্প্রতি আলবার্টায় এক ব্যক্তি বিশ^াসঘাতক ও কটু কথা বলার পর এ আহ্বান জানালেন তিনি।

- Advertisement -

অটোয়াতে এলজিবিটি কমিউনিটির সহায়তায় অর্থায়ন পরিকল্পনা ঘোষণার সময় জাস্টিন ট্রুডো বলেন, ফ্রিল্যান্ডকে যা মোকাবেলা করতে হয়েছে, তা বিচ্ছিন্ন কিছু নয় এবং জনজীবনে বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের ক্ষেত্রে তা বাড়ছে।

ওই ঘটনায় কানাডাজুড়ে সাবেক ও বর্তমান রাজনীতিকরা নিন্দা জানিয়েছেন এবং জনপ্রতিনিধির হেনস্থার শিকার হওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। ফ্রিল্যান্ডকে হেনস্থাকারী ওই ব্যক্তির পরিচয় ভিডিওর মাধ্যমেই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তারপরও দ্য কানাডিয়ান প্রেস তার বক্তব্য নেওয়ার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.