মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
8 C
Toronto

Latest Posts

সুদের হার ৩% বাড়তে পারে

- Advertisement -
ফাইল ছবি

মূল্যস্ফীতি যাতে স্থায়ীভাবে জেঁকে না বসে সেজন্য ব্যাংক অব কানাডাকে সুদের হার ৩ শতাংশ বা তার বেশি বাড়ানোর দরকার হতে পারে, যা হবে বর্তমান হারের দ্বিগুন। ডেপুটি গভর্নর পল বিউড্রি এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, এই মূল্যস্ফীতি স্থায়ী হয়ে যেতে পারে বলে আমাদের ভয় আছে। তবে সেটা যাতে না হয় সেজন্য সবরকম চেষ্টাই ব্যাংক অব কানাডা করছে বলে আশ^স্ত করেন তিনি।

- Advertisement -

এর আগে গাটিনো চেম্বার অব কমার্সে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, উচ্চ ভোক্তা মূল্যের অর্থ হলো কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার ২ থেকে ৩ শতাংশ বাড়ানোর কথা চিন্তা করা, যা প্রবৃদ্ধিকে বাড়াবেও না, বাধাগ্রস্তও করবে না।

২০০৮ সাল থেকে সুদের হার ২ শতাংশের নিচে ছিল। আবাসন বাজারের ধ্বসের ফলে সৃষ্ট মহামন্দা এই পরিস্থিতি তৈরি করেছিল। বিউড্রি বলেন, মূল্য চাপ বিস্তৃত হচ্ছে এবং মূল্যস্ফীতি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। সহনীয় পর্যায়ে আসার আগে মূল্যস্ফীতির এ হার আরও বাড়বে বলে মনে হচ্ছে।
বার্ষিক হিসাবে এপ্রিলে কানাডায় মূল্যস্ফীতির হার চিল ৬ দশমিক ৮ শতাংশ। গত ৩১ বছরের মধ্যে এটাই সবচেয়ে দ্রুত গতিতে মূল্য বৃদ্ধি। গ্যাস থেকে মুদিপণ্য সবকিছুর দামই বাড়ছে।

ব্যাংক অব কানাডা বুধবার বেঞ্চমার্ক সুদের হার ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। ২০০০ সালে সুদের হার বৃদ্ধির সূচি ঘোষণার পর এই প্রথম পরপর অর্ধ শতাংশীয় পয়েন্ট করে হার বাড়লো। এপ্রিলে ব্যাংক অব কানাডা সুদের হার অর্ধ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ১ শতাংশে উন্নীত করে।
সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার চেয়েও দীর্ঘ হয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং চীনে কোভিড-১৯ লকডাউন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.