বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

এনআরবি টিভিতে হিন্দু হেরিট্যাজ মান্থ সফলভাবে উদযাপনে আনন্দোৎসব

- Advertisement -
উপস্থিত ছিলেন কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ এমপি, ডলি বেগম এমপিপি, স্কুলবোর্ড ট্রাস্টি পার্থি কান্ডিভ্যালসহ বিশিষ্টজনেরা।

এনআরবি টিভিতে গত নভেম্বরে মাসব্যাপি সফলভাবে হিন্দু হেরিটেজ মান্থ উদযাপনের প্রেক্ষিতে টরন্টোর হিন্দু কমিউনিটির প্রজ্ঞাবানেরা গত ২২ মে রবিবার দোম এভিনিউর বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরে একটি আনন্দোৎসবের আয়োজন করেন। এই আয়োজনে এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু এবং বিশিষ্ট গবেষক, লেখক সুব্রত কুমার দাসকে সম্মাননা প্রদান করা হয়। সমাজের জ্যেষ্ঠজনদের দ্বারা কনিষ্ঠদের কাজের এই স্বীকৃতি স্থানীয় কমিউনিটিতে প্রশংসিত হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ এমপি, ডলি বেগম এমপিপি, স্কুলবোর্ড ট্রাস্টি পার্থি কান্ডিভ্যালসহ বিশিষ্টজনেরা।

- Advertisement -

পুরো আয়োজনের তদারকিতে ছিরেন উদযাপন কমিটির সদস্য ড. দীলিপ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার ননীগোপাল দেবনাথ, শ্যামল ভট্টাচার্য, চিত্ত ভৌমিক এবং সঞ্জিত দাসসহ এই আনন্দোৎসবের অন্যান্য সদস্যরা।

এই আনন্দমূখর আয়োজনে অংশ নেন বাংলাদেশ কানাডা স্কুল অফ হিন্দুইজম এন্ড কালচারাল স্টাডিস, বিষ্ণুপ্রিয়া সংগীত সংগঠন, বাবা লোকনাথ আশ্রম, সোসাইটি অব বেঙ্গলি ইঞ্জিনিয়ার্স, এবং টরন্টো সৎসংঘের সদস্যরা। বক্তব্য রাখেন এনআরবি টেলিভিশনের এমডি আব্দুল হালিম মিঞা, বাংলাদেশ কানাডা হিন্দু মন্দিরের পক্ষে বিশ্বজিৎ মিত্র, দুর্গাবাড়ির পক্ষে ড. সুশীতল সিংহ চৌধুরী, এবং হিন্দু ধর্মাশ্রমের পক্ষে অর্চনা সাহা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শ্যামা সরকার।
পুরো আয়োজনের নিয়ন্ত্রণে ছিলেন শঙ্কর চট্টোপাধ্যায় এবং সুইটি দাস।

শনিবারের কালবৈশাখীর ছোবল এবং লং উইকএন্ডের বেড়ানো উপেক্ষা করেও এই আয়োজনে যে বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান এনআরবি টিভির হিন্দু হেরিট্যাজ মান্থ উদযাপনের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সকল ধর্মের অনুসারীদের সমান গুরুত্ব দেয় এনআরবি টিভি। প্রবাসে তাদের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।
ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ এমপি বলেন, আধুনিক সমাজ প্রতিষ্ঠায় সকল ধর্ম ও মতের সম্প্রীতি অপরিহার্য। এনআরবি টিভি সেই

কাজটিই করে যাচ্ছে। অভিনন্দন এনআরবি টীমকে।

ডলি বেগম এমপিপি বলেন, মাসব্যাপি হিন্দু হেরিট্যাজ মান্থ উদযাপন অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। সকল ধর্মের এবং কমিউনিটির সবধরনের ইভেন্টে এনআরবি টীমের সরব উপস্থিতি প্রশংসার দাবি রাখে। আমি আশা করবো এই আয়োজনটি তারা অব্যাহত রাখবে।
স্কুল বোর্ড ট্রাস্টি পার্থি কান্ডেভ্যাল বলেন, সনাতন হিন্দু ধর্মের অনেকবিষয় আমাকে আকৃস্ট করে। এনআরবি টিভির মাসব্যাপি হিন্দু হেরিট্যাজ মান্থ উদযাপনে আমি অংশ নিয়েছিলাম। এই আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।
অনুষ্ঠানের শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.