
লিবারেল সরকার ভ্যাকসিন না নেওয়া কর্মীদের এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের (ইআই) সুবিধা না দেওয়ার কথা বললেও তা প্রাপ্তির সব রাস্তায় তাদের জন্য খোলা আছে। সরকারের অভ্যন্তরীণ এক নথিতে এমনটাই উঠে এসেছে।
কর্মসংস্থান মন্ত্রী কার্লা কুয়ালট্রোর জন্য তৈরি করা এক ব্রিফিং নোটে বলা হয়েছে, কোভিড-১৯ এ অসুস্থ্য হলেও ভ্যাকসিন না নেওয়া কর্মীরা ইআই সিকনেস বেনিফিট পাবেন।
সামাজিক সুরক্ষা কর্মসূচির জন্য যে আইন রয়েছে তাতে কেউ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানালে তিনি ইআইয়ের যোগ্য হবেন কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই।
গত হেমন্তে কুয়ালট্রোর কার্যালয় থেকে যে নথি প্রস্তুত করা হয়েছে তাতে উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করা কর্মীদের সিকনেস বেনিফিট থেকে বঞ্চিত ও প্রণোদনা বাতিল না করার পরামর্শ দেন কর্মকর্তারা। এর পক্ষে যুক্তি তুলে ধরে কর্মকর্তারা বলেন, তর্কসাপেক্ষে বলা যায় ভ্যাকসিন না নেওয়া কর্মীদের জন্য এটা বরং বেশি জরুরি, যাতে করে কোভিড শনাক্ত হওয়ার পর তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে পারেন।
তথ্য অধিকার আইনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত হাতে পেয়েছে দ্য কানাডিয়ান প্রেস। তাতে ভ্যাকসিন নিতে অস্বীকার করা কর্মীদের ব্যাপক হারে চাকরিচ্যুত করার প্রস্তুতি নেওয়ায় সরকারের অভ্যন্তরে কিছু পদক্ষেপের রূপরেখা প্রণয়ন করা হয়েছে।
একটি নথি তৈরি করেছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডিপার্টমেন্ট কানাডা। গত হেমন্তে তৈরি করা ওই নথিতে বলা হয়েছে, ভ্যাকসিন না নেওয়ার কারণে চাকরি ছেড়ে দেওয়া, চাকরিচ্যুত করা বা বরখাস্ত করা কর্মীদের আয় সহায়ক কর্মসূচির যোগ্য হবেন কিনা সে প্রশ্নের মুখে পড়তে হবে।