মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
8 C
Toronto

Latest Posts

সংবাদপত্র শিল্প শক্তিশালী করতে নতুন আইন

- Advertisement -
হেরিটেজ মন্ত্রী পাবলো রদরিগেজ

কানাডিয়ান মিডিয়া আউটলেটের কোনো সংবাদ আধেয় প্রযুক্তি জায়ান্টরা পুনরায় প্রকাশ করলে অর্থ পরিশোধের বিধান রেখে আইন উত্থাপন করেছেন হেরিটেজ মন্ত্রী পাবলো রদরিগেজ। অস্ট্রেলিয়ার আইনের আদলে বিলটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার আইনে গুগলের মতো প্রযুক্তি কোম্পানিকে কোনো প্ল্যাটফরমের সংবাদ আধেয় ব্যবহারের জন্য অর্থ পরিশোধের আওতায় আনা হয়েছে।

রদরিগ্রেজ এর আগে বলেছিলেন, বিলটি তাদের অগ্রাধিকারে রয়েছে এবং এটা কানাডিয়ান গণমাধ্যম শিল্পকে সহায়তা করবে। সেই সঙ্গে ইন্টারনেটে ঘুরে বেড়ানো ভুয়া সংবাদ রুখতেও সাহায্য করবে বিলটি।

- Advertisement -

অনলাইন নিউজ লর আওতায় পেশাগত গণমাধ্যম আউটলেটগুলো অর্থের বিষয়টি নিয়ে যাতে সমন্বিতভাবে অনলাইন প্ল্যাটফরমের সঙ্গে আলোচনা করতে পারে সেজন্য একটি কর্মকাঠামো তৈরি করা হবে। রদরিগেজ বলেন, গত ১৫ বছরে প্রায় ৪৫০টি কানাডিয়ান গণমাধ্যম আইটলেট বন্ধ হয়ে গেছে। বিজ্ঞাপনী রাজস্বের সিংহভাগ বড় ডিজিটাল কোম্পানিগুলোর কাছে চলে যাওয়ার ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গত ফেব্রুয়ারিতে এক ভার্চুয়াল সেমিনারে মন্ত্রী বলেন, কানাডার স্বাধীন গণমাধ্যমকে সহায়তার জন্যই বিলটি প্রস্তুত করা হয়েছে। কারণ, স্বাধীন গণমাধ্যম এখন সংকটে রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.