
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়ে ঘৃণা ছাড়ানোর কাজে নিয়োজিত গ্রুপগুলো যাতে কর ছাড়ের মতো সুবিধা না নিতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কানাডার প্রধান নির্বাচন কর্মকর্তা স্টেফানি পেরোল্ট। এমপিদের তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ সম্প্রচার সময়সহ অন্যান্য সুবিধা যাতে চরমপন্থীরা সহজে না পায় সেটা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইলেকশন কানাডার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডমিনিক লাব্লাঁ গত বছর গ্রুপগুলো বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ ও হোমোফোবিয়া ছাড়ানোর পর পেরোকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছিলেন। হাউস অব কমন্সের প্রসিডিউর কমিটির সাম্প্রতিক এক বৈঠকে লিবারেল এমপি রায়ান টার্নবুল নির্বাচন আইনের অধীনে গ্রুপগুলোর বিশেষ সুবিধা প্রাপ্তির সম্ভাবনার বিষয়ে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে জানতে চান।
জবাবে পেরো বলেন, ব্যক্তিগতভাবে এটা উদ্বেগের বিষয় এবং কানাডা নির্বাচন আইন ও আয়কর আইনে প্রদত্ত সুবিধা পাওয়ার যোগ্য হবে না এসব গ্রুপ। তা সে বিশেষ প্ল্যাটফরমের প্রবেশাধিকার হোক বা সম্প্রচার সময় হোক কিংবা ট্যাক্স ক্রেডিট হোক। বিষয়টি সমাধানের জন্য আগামী মাসেই সুপারিশ পেশের পরিকল্পনা করছেন তিনি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নিষেধাজ্ঞাও থাকতে পারে সেখানে।
প্রতিবেদনে আর কি কি থাকতে পারে সে ব্যাপারে বিস্তারিত এর বেশি বলেননি পেরো। কারণ , প্রথমেই এটি সংসদে পাঠাতে হবে।