শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
14.6 C
Toronto

Latest Posts

ব্লক কুইবেকোয়া ও এনডিপির সহায়তা চাইছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কনজার্ভেটিভদের বাধার মুখেও সংখ্যালঘু লিবারেল সরকার কাজগুলো যাতে বাস্তবায়ন করতে পারে সেজন্য ব্লক কুইবেকোয়িস ও এনডিপির সহায়তা চাইছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিস্কার করে বলেন, লিবারেল সরকারের বিলগুলো পাসের জন্য ছোট নয় বরং আদর্শগত মিল আছে এমন বিরোধী দল চান তিনি।

শুক্রবার দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রুডো বলেন, কানাডিয়ানদের জন্য পরিণাম কী হবে তা না ভেবেই কনজার্ভেটিভরা যে দলীয় খেলা অব্যাহত রাখতে যাচ্ছে আমরা সেটা জানি এবং দেখেছিও। কানাডিয়ানদের চেয়ে নিজেদের স্বার্থের প্রতিই কনজার্ভেঠিভরা এই মুহূর্তে বেশি মনোযোগী। অন্য দলগুলোর সঙ্গে কাজ করতে ও তাদের কথা আমরা খোলা মনে শুনতে চাই।এটা কেবল ‘ঠিক আছে’ বলা নয়, যা হওয়া উচিত তার সঙ্গে একমত পোষণ করা। হাউজে বিল পাসে আমাদের সহায়তা করতে হবে, যেখানে কনজার্ভেটিভরা চাইবে যতটা সম্ভব তা আটকে দেওয়া।

- Advertisement -

জাস্টিন ট্রুডো এমন এক সময় এ মন্তব্য করলেন যখন বাধ্যতামূলক ভ্যাকসিনেশন ও কোভিড-১৯ সংক্রান্ত অন্যান্য জনস্বাস্থ্য বিধিনিষেধের প্রতিবাদে হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট হিলে নেমে আসেন। এর ফলে সংসদের কার্যক্রম কীভাবে আবার শুরু হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই বিক্ষোভের ব্যাপারে ট্রুডো কোনো মন্তব্য করেন নি। শুধু বলেছেন, বিক্ষোভকারী ও তারা যা বলছেন তা সংখ্যাগরিষ্ঠ কানাডিয়ানের প্রতিনিধিত্ব করছে না। এরা কানাডিয়ানদের খুবই ছোট ও ক্ষুব্ধ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, যারা নিয়মনীতি মানতে চায় না।
৯০ শতাংশ ট্রাকচালকসহ ভ্যাকসিন নেওয়ার যোগ্য ৯০ শতাংশ কানাডিয়ান জনগণ এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন বলে জানান জাস্টিন ট্রুডো।

মহামারির মধ্যে ব্যক্তি ও ব্যবসাকে চালু রাখতে সহায়তার লক্ষ্যে কয়েক শ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির জন্য দ্রুত আইন পাসের ব্যাপারে গত সংসদে সব দল একমত হয়েছিল। কিন্তু কনজার্ভেটিভ পার্টি আইন পাস বিলম্বিত করার চেষ্টা করেছে নিয়মিতভাবে। লিবারেলদের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ আানা হলেও টরিদের তরফ থেকে বলা হয়েছে, সরকার তার নিজের ও অন্যান্য বিরোধী দলের এজেন্ডা ব্যবস্থাপনায় ব্যর্থ হচ্ছে। অধিবেশনের শেষ দিকে এনডিপি ও ব্লক কুইবেকোয়িস টোরিদের কৌশলে হতাশা প্রকাশ করলেও অগ্রাধিকারে থাকা কয়েকটি বিল পাস বন্ধ করে দেওয়ার পক্ষে সমর্থন দেয় তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.