গত ৩ ফেব্রয়ারী আজিজ গ্রুপ মিলনায়তন, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় চট্টগ্রাম সমিতি কানাডা ইনক, টরেন্টো এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া ও যুগ্ম আহবায়ক কাজী ওসমান এর সাথে চট্টগ্রাম সমিতি -ঢাকা এর সভাপতি জনাব জয়নাল আবেদীন জামাল,সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, সদস্য তানভীর খান এক সৌজন্য সাক্ষৎকারে মিলিত হন।
বৈঠকে নেতৃবৃন্দ দুই দেশের নিজ নিজ সংগঠনের বিভিন্ন বিষয়াদি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম সমিতি কানাডার প্রথম প্রকাশনা বার্ষিক ক্যালেনডার চট্টগ্রাম সমিতি -ঢাকাকে শুভেচ্ছার নিদর্শন হিসাবে উপহার প্রদান করেন এবং চট্টগ্রাম সমিতি -ঢাকা এর পক্ষ থেকে সংগঠনের কয়েকটা প্রকাশনা চট্টগ্রাম সমিতি কানাডা ইনক, টরন্টো কে প্রদান করা হয়।
অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, এতিম অনাথদের সাহায্য সহযোগিতা সহ আরো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুই দেশের নেতৃবৃন্দ একসাথে কাজ করার জন্যে সম্মত হন।
প্রেস বিজ্ঞপ্তি।