শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

স্ট্রিটকার ক্রয়ে ৩৬ কোটি ডলার পাচ্ছে টরন্টো

- Advertisement -
নতুন স্ট্রিটকার ক্রয়ে ৩৬ কোটি ডলার তহবিল পাচ্ছে টরন্টো…ছবি/টিটিসি

নতুন স্ট্রিটকার ক্রয়ে ফেডারেল ও প্রাদেশিক সরকারের কাছ থেকে ৩৬ কোটি ডলার তহবিল পাচ্ছে টরন্টো। থান্ডার বে প্ল্যান্ট থেকে এগুলো সরবরাহ করা হবে।

থান্ডার বের আলস্টম প্ল্যান্ট থেকে ১৩টি স্ট্রিটকারের ক্রয় এরই মধ্যে অনুমোদন করেছে সিটি কর্তৃপক্ষ। এখন আরও ৪৭টি স্ট্রিটকার ক্রয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সিটি কর্তৃপক্ষ। ২০২৩ সালে সেগুলোর সরবরাহ শুরু হবে।

- Advertisement -

এজন্য ব্যয় হবে মোট ৫৬ কোটি ৮০ লাখ ডলার। সিটি কর্তৃপক্ষের নিজস্ব বাজেট ২০ কোটি ৮০ লাখ ডলারের চেয়ে যা এক-তৃতীয়াংশ বেশি। বাকি এ অর্থের জোগান দেবে ফেডারেল ও প্রাদেশিক সরকার। ফেডারেল সরকারের অর্থ জিটিএইচএ ট্রানজিট প্রকল্পের জন্য বুধবার ঘোষিত ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের অংশ। এ অর্থের বড় অংশ অর্থাৎ ১০ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন র‌্যাপিড ট্রানজিট প্রকল্প নির্মাণে আলাদা করে রাখা হয়েছে। অন্টারিও লাইনও আছে এর মধ্যে।

টরন্টোর মেয়র জন টরি সিপি টুয়েন্টি ফোরকে বলেন, এর ফলে টরন্টোর নতুন ১৩টি স্ট্রিটকারের সঙ্গে আরও ৪৭টি যোগ হবে। তৃপক্ষীয় এই অংশীদারিত্বের ফলে ২০২৩ সাল থেকে আমরা আমাদের রাস্তায় ৬০টি নতুন স্ট্রিটকার পেতে যাচ্ছি। আর ২০২৩ সাল খুব বেশি দূরে নয়। যানবাহনগুলোর প্রাপ্তি নিশ্চিত করতে এখন আমাদের বিনিয়োগ করতে হবে।

এর আগে বোম্বার্ডিয়ারের পরিচালনাধীন থাকার সময় থান্ডার বে প্ল্যান্ট থেকে ২০৪টি স্ট্রিটকারের ক্রয়াদেশ দিয়েছিল টরন্টো। কিন্তু সরবরাহ বিলম্বের কারণে সেটি ভেস্তে যায় এবং ট্রানজিট কমিশন জরাজীর্ণ ও দশক পুরনো যানবাহনগুলো মেরামত করে কোনো রকমে কাজ চালিয়ে যেতে বাধ্য হয়। বোম্বার্ডিয়ারের কাছে বাড়তি খরচ দাবি করে কোম্পানিটির বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেওয়া হয়। গত মাসে বোম্বার্ডিয়ারের পুরো রেল বিভাগ কিনে নেওয়ার পর থেকে আলস্টম প্ল্যান্টটি পরিচালনা করছে এবং নতুন চুক্তি বাস্তবায়নে কোম্পানিটির সক্ষমতা নিয়ে আত্মবিশ^াসী জন টরি।

টিটিসি চেয়ারম্যান জে রবিনসনও বলেছেন, নতুন চুক্তিতে ক্ষতির বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে উত্তর আমেরিকার মধ্যে তা কঠোরতম। এছাড়া সিটি কর্তৃপক্ষ অতীত থেকে শিক্ষা নিয়েছে।

নতুন এসব স্ট্রিটকার বড় পরিসরে যানবাহন ক্রয় কৌশলেরই অংশ এবং গত অক্টোবরে টিটিসি বোর্ড এটি অনুমোদনও করেছে। নতুন ১ হাজার ৪২২টি ইলেক্ট্রিক বাস, ৫২২টি নতুন হুইল-ট্র্যান্স বাস এবং ৮০টি নতুন সাবওয়ে ট্রেন ক্রয় এর অন্তর্গত। এজন্য ব্যয় হবে ৪৮১ কোটি ডলার। যদিও অধিকাংশ অর্থই এখন পর্যন্ত পাওয়া যায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.