
কোভিড-১৯ বিধিনিষেধ বাস্তবায়নে চালু করা কালার-কোডেড ফ্রেমওয়ার্ক বাতিল করছে অন্টারিও সরকার। নতুন রিওপেনিং পরিকল্পনা এর স্থলাভিষিক্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শুরুতে গত নভেম্বরে ফ্রেমওয়ার্কটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এপ্রিলের শুরুর দিকে প্রিমিয়ার ডগ ফোর্ড প্রদেশজুড়ে লকডাউন জারি করেন। ফ্রেমওয়ার্কটির উদ্দেশ্য ছিল কোনো এলাকায় সংক্রমণ বেড়ে গেলে দ্রুত সেখানে বিধিনিষেধ জোরদারে প্রদেশকে ক্ষমতা দেওয়া। যদিও সবচেয়ে বড় কঠোর ক্যাটেগরিতে জন চলাচলে মাত্রাতিরিক্ত কড়াকড়ির কারণে এ নিয়ে প্রায় সময়ই সমালোচনায় পড়তে হয়েছে সরকারকে।
ফোর্ডের কার্যালয়ের একজন মুখপাত্র বুধবার বলেন, অন্টারিও বিধিনিষেধ প্রত্যাহার শুরু করায় কালার-কোডেড ফ্রেমওয়ার্ক আর ফিরিয়ে আনা হবে না। তবে এর স্থলে কি আসবে সেটি এখনও পরিস্কার করা হয়নি।
খবরটি যখন আসে তার কয়েক ঘণ্টা আগেই স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট কুইন’স পার্কের এক সংবাদ সম্মেলনে জানান, নতুন একটি রিওপেনিং পরিকল্পনা তৈরির কাজ চলছে। কি কি কখন পুনরায় খুলে দেওয়া হবে তার একটি রূপরেখা থাকবে এ পরিকল্পনায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্টারিওর অর্থনৈতিক কর্মকা- নিরাপদে ও সতর্কতার সঙ্গে খুলে দেওয়ার জন্য জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি আমরা। কারণ, শেষবার আমরা দ্রুত সবকিছু খুলে দিতে চেয়েছিলাম এবং এর মধ্য দিয়ে সংক্রমণের চতুর্থ ঢেউ চলে আসার ঝুঁকি ছিল। এটা এড়াতে সবকিছুই আমাদের করতে হবে এবং সেভাবেই আমরা কাজ করছি। আশা করি, শিগগিরই আমরা এটা পাব। কোন কোন খাত খুলে দেওয়া যায় এবং তার সময় ও সুনির্দিষ্ট প্রয়োজনের দিকে লক্ষ্য রাখছি আমরা।
বিধিনিষেধ প্রত্যাহার কবে থেকে শুরু হবে সে সংক্রান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সূত্রগুলো বলছে, জুন অথবা জুলাইয়ের শুরুর দিকে অর্থনীতি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া নিয়ে কাজ করছে সরকার।
রিওপেনিং পরিকল্পনা নির্দিষ্ট এলাকাভিত্তিক না হয়ে প্রদেশজুড়ে হওয়া উচিত বলে মনে করেন অন্টারিওর কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের পরিচালক ড. পিটার জুনি।
অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. ডেভিড উইলিয়ামস এর আগে বলেছিলেন, বিধিনিষেধ প্রত্যাহারের আগে দৈনিক সংক্রমণ অবশ্যই ১ হাজারের নিচে নামিয়ে আনতে হবে। সাপ্তাহিক উপাত্ত অনুযায়ী, অন্টারিওতে বর্তমানে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮৭ জন। এপ্রিলের মাঝামাঝি সংখ্যাটি ছিল ৪ হাজার ৩০০।