শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

এগলিনটন ইস্ট আবারও টরন্টোর সবচেয়ে বাজে সড়ক

- Advertisement -

আবারও টরন্টোর সবচেয়ে বাজে সড়ক হিসেবে নির্বাচিত হয়েছে এগলিনটন এভিনিউ ইস্ট। কানাডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (সিএএ) বৃহস্পতিবার টরন্টোর বাজে সড়কগুলোর একটি বার্ষিক তালিকা প্রকাশ করেছে। এতে অন্টারিওর চালকরা তাদের ভোট দিয়েছেন। কোন সড়কের উন্নয়ন প্রয়োজন তালিকাটি সে ব্যাপারে প্রচারণার অংশ।

- Advertisement -

এ নিয়ে দ্বিতীয় বছরের মতো এগলিনটন এভিনিউ ইস্ট সিএএর তালিকায় টরন্টোর সবচেয়ে বাজে পাঁচটি সড়কের মধ্যে শীর্ষে অবস্থান করে নিল। এর আগে ২০১৯ সালের তালিকায় সবচেয়ে বাজে সড়কের তালিকায় সবার উপরে ছিল সড়কটি। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বাজে সড়কের কোনো তালিকা করেনি সিএএ।

এবারের বাজে সড়কের তালিকায় এগলিনটনের এভিনিউ ইস্টের পরেই রয়েছে এগলিনটন এভিনিউ ওয়েস্ট। তালিকায় পরের তিনটি স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্টন রোড, ডাফারিন স্ট্রিট ও ব্যাথার্স্ট স্ট্রিট।

আগের বছরগুলোর তালিকায় চোখ রাখলে দেখা যায়, ২০১৮ সালে টরন্টোর সবচেয়ে বাজে সড়ক নির্বাচিত হয়েছিল এগলিনটন এভিনিউ ওয়েস্ট এবং ডাফারিন স্ট্রিট সবচেয়ে বাজে সড়কের তকমা পেয়েছিল ২০১৭ সালে।

পাশাপাশি অন্টারিওর সবচেয়ে খারাপ ১০টি সড়কের তালিকাও প্রকাশ করেছে সিএএ। তালিকায় সবার উপরে আছে প্রিন্স এডওয়ার্ড কাউন্টির ভিক্টোরিয়া স্ট্রিট। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে অটোয়ার কার্লিং এভিনিউ ও হ্যামিল্টনের বার্টন স্ট্রিট ইস্ট। প্রিন্স এডওয়ার্ড কাউন্টিরই আরেকটি সড়ক কাউন্টি রোড ৪৯ রয়েছে তালিকার চতুর্থ স্থানে। এর পরের পাঁচটি স্থানে রয়েছে যথাক্রমে টরন্টোর এগলিনটন এভিনিউ ইস্ট, অটোয়ার হান্ট ক্লাব রোড, টরন্টোর এগলিনটন এভিনিউ ওয়েস্ট, অটোয়ার ইনস রোড, টিমিন্সের অ্যালগনকিন বুলভার্ড ওয়েস্ট ও কিংস্টনের কুইন স্ট্রিট।

সিএএ বলছে, মহামারির কারণে বাজে সড়কের তালিকায় এবার অনেক নতুন সড়ক চলে এসেছে। সিএএ এসসিওর গভর্নমেন্ট রিলেশন্স ম্যানেজার রেমন্ড চ্যান বলেন, অন্টারিওর সবচেয়ে খারাপ ১০টি সড়কের তালিকায় প্রিন্স এডওয়ার্ড কাউন্টির দুটি সড়ক এবার স্থান পেয়েছে। মহামারি সময়জুড়ে স্থানীয় ট্রাফিকের ধরনের কারণেই এমনটা হয়েছে।

অটোয়ার একাধিক সড়কের তালিকায় স্থান পাওয়ার কারণ হিসেবে অনেক সরকারি কর্মকর্তার বাড়িতে থাকার পরিবর্তে কর্মক্ষেত্রে যাওয়াকে দায়ী করেন চ্যান। তিনি বলেন, এখনও অনেক লোক প্রচুর যাতায়াতের মধ্যে রয়েছেন এবং প্রতিদিনই তারা ওই সড়কগুলো ব্যবহার করছেন। এর প্রতিফলন দেখা যাচ্ছে বাজে সড়কের তালিকায়।

২০১৯ সালের প্রাদেশিক তালিকায় এগলিনটন এভিনিউ ইস্ট শীর্ষে থাকলেও এ বছর পঞ্চম স্থানে নেমে গেছে। এ বছরের তালিকা তৈরির লক্ষ্যে অন্টারিওর মিউনিসিপ্যালিটিগুলোর ১১৭টি সড়ক বেছে নিয়েছিল সিএএ। বাজে সড়ক নির্বাচনে সিংহভাগ ভোটই দিয়েছেন গাড়ি চালকরা। এক-চতুর্থাং ভোটার ছিলেন সাইকেল আরোহী ও পথচারি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.