ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদি ও মুসলমানদের লক্ষ্য করে ঘৃণাত্মক কার্যকলাপ উদ্বেগ তৈরি করছে। যদিও কিছু কমিউনিটি সদস্য একে পাত্তা দিচ্ছেন না।
মন্ট্রিয়লে সাম্প্রতিক একাধিক ইহুদিবিদ্বেষী কার্যকলাপ ইথান আরমান্দ হচকিসকে ৯ নভেম্বর অনুষ্ঠিত বাস্কেটবল খেলায় তার কিপ্পা পরিধানে বাধ্য করে। এর মাধ্যমে তার ইহুদি পরিচয় তুলে ধরেন তিনি।
এ নিয়ে দীর্ঘদিন পর তিনি তার ধর্মীয় পোশাক পরিধান করলেন। তালমাদ তোরাহ এলিমেন্টারি স্কুলের কাছে একটি ফিঅটনেস সেন্টারের বাইরে ১০ নভেম্বর এ কথা জানান তিনি। মন্ট্রিয়লের যে দুটি ইহুদি স্কুল লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে এটি তার অন্যতম।
হচকিস ইহুদি সম্প্রদায়ের অনুষ্ঠানে এটা পরে নিরাপদ বোধ করলেও তিনি বলেন, তিনি জনসমক্ষে নিয়মিত এটা করবেন না। কারণ, সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি এড়াতে চান তিনি।
বিষয়টির ব্যাখ্যা করে হচকিস বলেন, আমি নিজেকে খুব বেশি জাহিরের চেষ্টা করেছি মাত্র। প্রতিদিন কিপ্পাহ পরার আমার দরকার নেই। এমনকি এটা পরে মেট্রোতে ভ্রমণ, বাজার করতে রাস্তায় বেরোনোরও প্রয়োজন নেই। কারণ, এর ফলে যে আমি বর্ণবাদী মন্তব্যের মুখে পড়তে পারি সে ব্যাপারে আমি অবগত আছি।
মন্ট্রিয়লের ইহুদি সম্প্রদায়ের নেতারা বলছেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া ইহুদিবিদ্বেষী সহিংসতার কারণে আমাদের সম্প্রদায়ের সদস্যরা ভয়ের মধ্যে রয়েছেন।
অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ইসলামোফোবিয়া বেড়ে যাওয়ার দাবি জানানো হয়েছে। তাদের দাবি, ৯/১১ এর পর এটাই সর্বোচ্চ ইসলামোফোবিয়ার ঘটনা। জনগণ এখন তাদের পরিচিতি তুলে ধরতে ভয় পাচ্ছে।