শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

নতুন ভাড়া বাড়ির ওপর থেকে জিএসটি প্রত্যাহার

- Advertisement -
আবাসনমন্ত্রী শন ফ্রেজার বলেন, অন্য আবাসন নীতি আমাদের বিনিয়োগের সুফল দিতে ভালো কাজে আসবে বলে আগের মেয়াদে মনে করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে যে সমস্যা উদ্ভুত হয়েছে তা সমাধানে জিএসটি কমানো বড় হাতিয়ার হতে পারে

কয়েক বছর আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে লিবারেল সরকার। সেই সঙ্গে পণ্যমূল্য সাশ্রয়ী ও অধিক সংখ্যক বাড়ির ব্যাপারে অন্যান্য পক্ষের প্রস্তাবও বিবেচনায় নিচ্ছে। কারণ সরকার ক্রয়ক্ষমতার উদ্বেগ নিয়ে হিমশিম খাচ্ছে এবং বহু কানাডিয়ানের কাছে এটি উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেন, কানাডার প্রতিশ্রুতি প্রত্যেক প্রজন্মেই আগের প্রজন্মের চেয়ে বাড়ছে। সরকার হিসেবে আমাদের কাজ হচ্ছে সেই প্রতিশ্রুতি রক্ষা করা।

- Advertisement -

অন্টারিওর লন্ডনে তিনদিনের ককাস রিট্রিট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। ট্রুডো যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তার দলের ১৫৪ জন এমপির প্রায় সবাই পেছনে ছিলেন এবং পুরো ঘোষণার সময় হাততালি দিয়ে একে স্বাগত জানাচ্ছিলেন। সাংবাদিকদের কাছ থেকে ট্রুডো এ সময় বিভিন্ন প্রশ্নও গ্রহণ করেন।

এমপিরা বলেন, আট বছর আগে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো লিবারেলদের জনপ্রিয়তা এত কমেছে তা নিয়ে রিট্রিটে খোলামেলা আলোচনা হয়েছে।
সমীক্ষার ফলাফল অনুযায়ী, কানাডিয়ানদের বিশ্বাস ক্রয়ক্ষমতা ও আবাসনের বিষয়টি কনজার্ভেটিভরা ভালোভাবে মোকাবিলা করতে পারবে। অন্যদিকে পণ্যের উচ্চ মূল্যের জন্য কর্পোরেশনগুলোর কঠোর সমালোচনা করেছে এনডিপি।

বৃহম্পতিবারের ঘোষণায় দুটি বিষয়কেই আমলে নেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী ফ্রাসোয়াঁ-শ্যাম্পেইন বলেন, মূল্য স্থিতিশীল করতে কানাডার বৃহত্তম পাঁচটি গ্রোসারি কোম্পানিকে পরিকল্পনা হাইজর করতে বলব। প্রয়োজন হলে করের মাধ্যমে সেটা করতে বাধ্য করতেও পিছপ্ াহবেন না তিনি।

আবাসনমন্ত্রী শন ফ্রেজার বলেন, অন্য আবাসন নীতি আমাদের বিনিয়োগের সুফল দিতে ভালো কাজে আসবে বলে আগের মেয়াদে মনে করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে যে সমস্যা উদ্ভুত হয়েছে তা সমাধানে জিএসটি কমানো বড় হাতিয়ার হতে পারে। মহামারির কারণে জনগণের যে ধরনের বাড়ি কেনার সামর্থ রয়েছে সে ধরনের বাড়ি নির্মাণ কঠিন হয়ে পড়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.