বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
0 C
Toronto

Latest Posts

বাড়ি বিক্রি কমেছে ৪%

- Advertisement -
কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ) ১৫ সেপ্টেম্বর এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মৌসুমি সমন্বয়ের পর আগস্টে কানাডায় বাড়ি বিক্রি হয়েছে ৩৮ হাজার ৩৪৫টি, জুলাইয়ের তুলনায় যা ৪ দশমিক ১ শতাংশ কম

কানাডার জাতীয় আবাসন বাজারে গত মাসে নিস্তেজতা দেখা দিয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে বাড়ি বিক্রি ও দাম উভয়ই হ্রাস পেয়েছে। ব্যাংক অব কানাডার সাম্প্রতিক সুদের হার বৃদ্ধি সম্ভাব্য ক্রেতাদের বাজারের বাইরে ঠেলে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ) ১৫ সেপ্টেম্বর এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মৌসুমি সমন্বয়ের পর আগস্টে কানাডায় বাড়ি বিক্রি হয়েছে ৩৮ হাজার ৩৪৫টি, জুলাইয়ের তুলনায় যা ৪ দশমিক ১ শতাংশ কম। তবে প্রকৃত সংখ্যায় আগস্টে কানাডায় বাড়ি বিক্রি হয়েছে ৪০ হাজার ২৫৭টি, গত বছরের একই সময়ের তুলনায় যা ৫ দশমিক ৩ শতাংশ বেশি।

আগস্টে বিক্রি কমার পরও সিআরইএর চেয়ার ল্যারি সেরকুয়া বাজারে কিছুটা স্থিতিশীলতা আসন্ন দেখতে পাচ্ছেন। এই সময়ে ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যানকুভার এরিয়া ও ফ্রেজার ভ্যালি, অন্টারিওর মন্ট্রিয়ল, অটোয়া, হ্যামিল্টন ও বার্লিংটন এবং লন্ডন ও সেন্ট থমাসে বাড়ি বিক্রি হ্রাস পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বিক্রি কমার বিপরীতে নতুন লিস্টিং স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় চাহিদা ও সরবরাহের মাধ্য আরও ভালো সামঞ্জস্য আসছে। এটা ক্রেতাদের আরও বেশি সময় এবং পছন্দের সুযোগ করে দিচ্ছে।

- Advertisement -

চলতি বছরের আগস্টে নতুন লিস্টিং আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৯ হাজার ৪৩৮টিতে দাঁড়িয়েছে। তবে মৌসুমি সমন্বয়ের পর নতুন লিস্টিং টানা পঞ্চম মাসের মতো হ্রাস পেয়েছে। তবে জুলাইয়ের তুলনায় বেড়েছে এক শতাংশ।

আগের বছর যেমনটা দেখা গিয়েছিল চলতি বছর নতুন লিস্টিং অনেক বেশি শক্তিশালী দেখা যাচ্ছে এবং বর্তমানে তা কোভিড-১৯ পুর্ববর্তী অবস্থায় উন্নীত হওয়ার পথে রয়েছে। এমনটাই বলেছেন বিএমও ক্যাপিটাল মার্কেটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রবার্ট কোভসিস। তিনি বলেন, চলতি বছরের গোড়ার দিকে লিস্টিং স্বল্পতা বাড়ির দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল। স্বাভাবিক নিয়মেই বাজারে আবার সরবরাহ আসতে শুরু করেছে। এর পাশাপাশি বিক্রয়ে শ্লথতা অর্থপূর্ণভাবে বাজারে ভারসাম্য নিয়ে আসছে।

মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে আগস্টে কানাডায় বাড়ির দাম জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমে ৬ লাখ ৭৪ হাজার ১৮৪ ডলারে দাঁড়িয়েছে। তবে প্রকৃত মূল্য এক বছর আগের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ লাখ ৫০ হাজার ১৪০ ডলারে দাঁড়িয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.