কোনো দলের কাজের আদর্শ স্থান দূর ও অফিস কর্মীর সমন্বয়ে হওয়া উচিত বলে মত দিয়েছেন অর্ধেকের বেশি নিয়োগ ব্যবস্থাপকরা। এমনটাই উঠে এসেছে রিক্রুটিং কোম্পানি রবার্ট হাফের নতুন উপাত্তে।
সমীক্ষায় দেখা গেছে, নিয়োগ ব্যবস্থাপকদের জিজ্ঞেস করা হলে ৫৪ শতাংশ হাইব্রিড আয়োজনকে আদর্শ অবস্থা বলে মত দেন। ৪৯ শতাংশ পেশাজীবী আদর্শ অবস্থা বলতে বুঝিয়েছেন রিমোট ও ইন-অফিস কর্মীদের সমন্বয়কে। ৩৮ শতাংশ ব্যবস্থাপক অফিসে বসে কাজকেই আদর্শ হিসেবে মনে করেন। পেশাজীবীদের মধ্যে একে আদর্শ মনে করেন ২৮ শতাংশ।
প্রত্যেকেই দূর থেকে কাজ করবেন এমন অবস্থাকে আদর্শ বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া ৮ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক। পেশাজীবীদের মধ্যে এমনটা মনে করেন ২২ শতাংশ।
৪ থেকে ১৩ মে পর্যন্ত ১ হাজার ৩৭৩ জন নিয়োগ ব্যবস্থাপক এবং ৪ থেকে ৩০ মে পর্যন্ত ১ হাজার ১৪৮ জন কর্মীর ওপর সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।