টরন্টোর ড্যানফোর্থ-ফার্মেসী ইন্টারসেকশন থেকে ড্যানফোর্থ-মেইন স্ট্রীট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের অংশ এখন থেকে ‘বাংলা টাউন’ হিসেবে পরিচিত হবে।
গত ১৯ জুলাই টরন্টো সিটি কাউন্সিলের অধিবেশনে এই এলাকাটির নাম ‘বাংলা টাউন’ রাখার প্রস্তাব উত্থাপন করেন বীচেস-ইস্টইয়র্কের কাউন্সিলর ব্রাড ব্র্যাডফোর্ড। এই প্রস্তাবকে সমর্থন করেন স্ক্যারবরো সাউথওয়েস্টের সিটি কাউন্সিলর গ্যারী ক্রাফোর্ড। সিটির অন্যান্য কাউন্সিলররা এর পক্ষে মত দেন।
অধিবেশনের কার্যবিরণীতে বলা হয়- সিটির অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক মহাব্যবস্থাপককে স্থানীয় কাউন্সিলরের দফতরের সঙ্গে মতবিনিময় করে, উল্লেখিত এরিয়াকে ‘বাংলা টাউন সাংস্কৃতিক অঞ্চল’ হিসেবে নামকরণ করার জন্যে স্থানীয় কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত হবার পরামর্শ দেয়া হলো।
টরন্টো সিটি কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা।