গত ২২ জুলাই জিটিএতে বসবাসরত এসএসসি ৮৯ ব্যাচ সদস্যদের জমজমাট পিকনিক অনুষ্ঠিত হয়। এবার তারা পিকনিনের আয়োজন করে আলবিয়ন হিল কনজারভেশন পার্কে। চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য আর প্রয়োজনীয় সকল সুবিধা থাকায় পার্কটিতে পিকনিক দারুণ জমে ওঠে।
এসএসসি ৮৯ ব্যাচের প্রায় ১২০ জন সদস্য পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠে। আয়োজকদের দারুণ কর্ম দক্ষতায় পিকনিকটি পূর্ণতা লাভ করে। পুরো দিনটি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর সুস্বাদু খাবারে ভরপুর।
একটি কথা না বললেই নয়, সদস্যদের সবার মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা একে একে বের হয় ঐ দিন। সেই সাথে সদস্যদের পরিবারের সদস্যরা বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন।
সব মিলিয়ে জিটিএতে একটি নতুন পরিবার এসএসসি ৮৯ ব্যাচ। দিন শেষে আগামীতে আরো ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করে এই গ্রুপের সদস্যরা।