মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
16.4 C
Toronto

Latest Posts

গ্রেটার ঢাকা এসোসিয়েশনের পিকনিক

- Advertisement -

গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক -এর উদ্যোগে গত ২২ জুলাই অশোয়ার লেকভিউ পার্কে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক বনভোজন। এই পিকনিকে লেকভিউ পার্ক যেন এক আড়ম্বরপূর্ণ সাজে সজ্জিত হয়েছিল। ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে প্রায় পাঁচ শতাধিক বাঙালি অতিথির আগমনে এই পিকনিকে খাবার ও আদর-আপ্যায়নে ঢাকাইয়া আতিথেয়তা ছিল বিরাজমান।

- Advertisement -

এ যেন বৈশাখী মেলার মতো এক মহা মিলন মেলা। সকালে নানা রকম খাবারের প্রাতঃরাশ, নাস্তা, ডিম সেদ্ধ, সিঙ্গাড়া, সামুচা, কলা ইত্যাদি। সঙ্গে ছিল মালাই চা। দুপুরে ঢাকার ঐতিহ্যবাহী খাসির কাচ্চি বিরিয়ানী, বোরহানী, শামি কাবাব ও সালাদ। বিকালে ফিরনি, তরমুজ, ঝালমুড়ি, আবার চা ইত্যাদি মিলিয়ে যে ভুরিভোজ হলো, তা মনে থাকবে অনেকদিন।

ছোট বাচ্চাদের জন্য চিপস, চকোলেট, জুস ছাড়াও হরেক রকমের মজাদার খাবার ও খেলাধুলার আয়োজন করা হয়। পিকনিক-এ আর একটি আকর্ষণ ছিল রাফেল ড্র। টিভি, বারবিকিউ মেশিন, প্রেসার কুকার, রাইস কুকারসহ দশটির অধিক মূল্যবান উপহার সামগ্রী লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।

গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক এই বিদেশ বিভুঁইয়ে ভালোবাসা ও আন্তরিকতার (যা আমরা প্রায় ভুলতে বসেছি) ছোঁয়া দিয়ে অগণিত বাঙালির যেভাবে মন জয় করেছে তা অনেকদিন মনে থাকবে। গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক -এর আহ্ববানে সাড়া দিয়ে যারা স্পনসর করেছেন তাদেরকে গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক-এর কার্যনির্বাহী কমিটি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সাথে গ্রেটার ঢাকা এসোসিয়েশন (কানাডা) ইনক -এর সকল কার্যনির্বাহী সদস্য যে নিষ্ঠা, ব্যবস্থাপনা ও আন্তরিকতার সঙ্গে এই পিকনিক আয়োজন ও সম্পন্ন করেছেন তার জন্য তাঁরা বিশেষভাবে ধন্যবাদ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.